ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি'র একাদশ বিশ্বকাপ ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে ইনজুরি আক্রান্ত মাইকেল ক্লার্কের। শুধু তাই নয়, ক্লার্কই স্বাগতিক অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিবেন। তবে আগামী মাস থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজের ফিটনেস প্রমাণের জন্য ২১ ফ্রেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাকে। বাঁ পায়ের হ্যামস্ট্রিং সমস্যা কাটাতে গত মাসের শেষের দিকে একদিনের ক্রিকেটে দেশটির নিয়মিত অধিনায়ক ক্লার্কের অপারেশন হয়েছে। অপারেশন শেষে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপ সামনে রেখে বেশ দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বলে ক্লার্ক নিজেও সম্প্রতি জানিয়েছেন। আর দলটির সহ-অধিনায়ক করা হয়েছে জর্জ বেইলিকে। ক্লার্ক বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ নাগাদ নিজের ফিটনেস প্রমাণে ব্যর্থ হলে বেইলিই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান রড মার্শ আজ এক বিবৃতিতে ক্লার্ককে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুর
রড মার্শ বিবৃতিতে বলেন, 'ক্লার্ক বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের জন্য নিজের ফিটনেস প্রমাণে আমরা ক্লার্ককে প্রতিটি সুযোগ দিতে চাই।' টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ নাগাদ সেরে উঠতে না পারলে ক্লার্কের জায়গায় অন্য কাউকে নেওয়া হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে। বিষয়টি ক্লার্ককে জানিয়েও নেওয়া হয়েছে এবং তিনি তা বুঝতে পেরেছেন বলেও মার্শ জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের অন্য সদস্যরা হলেন শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, মিশেল জনসন, মিশেল মার্শ, মিশেল স্টার্ক, স্টিভেন স্মিথ, ব্রাড হাদিন, জোশ হ্যাজলউড, অ্যারন ফিনচ, জেমস ফোকনার, জাভিয়ের ডোহেরটি, প্যাট কামিনস ও গ্লেন ম্যাক্সওয়েল।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি ২০১৫/শরীফ