কাঁধের ইনজুরির কারণে এ বছর অস্ট্রেলিয়ার ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ক্রোয়েশিয়ান তারকা খেলোয়াড় মারিন সিলিক। গত এক মাসের বেশি সময় ধরে ডান কাঁধের ইনজুরিতে ভুগছেন গত বছর ইউএস ওপেন শিরোপাজয়ী সিলিক। তাই ডাক্তারের পরামর্শে শেষ পর্যন্ত বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম না খেলার সিদ্ধান্ত নিলেন তিনি। খবর বিবিসির
চলতি মাসের ১৯ তারিখ থেকে মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। গত বছর টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কা। এ প্রসঙ্গে বিশ্বের নয় নম্বর তারকা ২৬ বছর বয়সী সিলিক বলেন, 'আমার ডান কাঁধের ইনজুরি রয়েছে যা আমাকে সাম্প্রতিক সময়ের খেলায় বাধাগ্রস্ত করেছে।'
দিনে দিনে কাঁধের সমস্যা কেটে যাচ্ছে বলেও সিলিক জানিয়েছেন। তিনি বলেন, 'দিনে দিনে কাঁধের ইনজুরির উন্নতি হচ্ছে তবে গ্রান্ড স্ল্যামের মতো স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার মতো নিজেকে যথেষ্ট ফিট বলে আমি এখনো মনে করছি না।'
এর আগে গত সপ্তাহে বিশ্বের ১২ নম্বর তারকা ফরাসি জো উইলফ্রে সোঙ্গাও বাহুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, গত বছর ইউএস ওপেনে জাপানি তারকা কেই নিশিকোরিকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম জিতেন সিলিক। এখন পর্যন্ত ১৩টি এটিপি একক শিরোপা জিতেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০১৫/শরীফ