দুদিন কারাবাসের পর জামিন পেয়েছেন রুবেল হোসেন। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালত এই পেস বোলারকে জামিন দেন কাল। ফলে রুবেলের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার শঙ্কা আপাতত কফিন বন্দী হলো। আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি। জামিন পাওয়ায় অনুশীলনে অংশ নিতে পারবেন রুবেল। তবে অস্ট্রেলিয়া থাকায় অংশ নিচ্ছেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিগ ব্যাশ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে সাকিব এখন অস্ট্রেলিয়ায়। বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার করানোর পর মেলবোর্নে অবস্থান করছেন ড্যাসিং ওপেনার তামিম। দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ ক্রিকেট মিশন শুরু হচ্ছে মাশরাফিদের। দুজনেই ব্রিসবেনে যোগ দিবেন দলের সঙ্গে ক্যাম্পে। আগে অধিনায়কত্ব করলেও বিশ্বকাপে এই প্রথম দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি। কোচ হাতুড়াসিংহেরও প্রথম বিশ্বকাপ অ্যাসাইনমেন্ট।
বিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি। ফাইনাল ২৯ মার্চ। সংখ্যার হিসেবে এবারের আসর ১১ নম্বর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবারই প্রথম বসছে না বিশ্বকাপ। ১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক হয়েছিল দুই দেশ। সেবার দর্শক ছিল সর্বশেষ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ। ক্রিকেট মহাযজ্ঞে বাংলাদেশ প্রথম নাম লিখে ১৯৯৯ সালে। ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে নেমেই বাজিমাত করে পাকিস্তানকে হারিয়ে। এরপর থেকে খেলছে প্রতিটি আসরেই। অবশ্য ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে। যদি ২০১৭ সালের মধ্যে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকে, তাহলে বেঁচে যাবে। অন্যথায় খেলতে হবে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাদের গ্রুপে রয়েছে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। কোয়ার্টার ফাইনালে খেলতে চতুর্থ সেরা দল হতে হবে টাইগারদের। গ্রুপে দুই স্বাগতিক এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কা থাকায় কাজটি একটু বেশিই কঠিন মাশরাফি বাহিনীর। তারপরও সেরা আটে খেলার স্বপ্নে দেশ সেরা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ স্কোয়াড তৈরি করেছেন নির্বাচক প্যানেল। স্কোয়াডে সেরা ক্রিকেটারদের নেওয়া হয়েছে দল ঘোষণার দিন বলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, 'আমরা সেরা পারফরমারদের নিয়েই দল গড়েছি। আমরা চাই ক্রিকেটাররা সেরাটা খেলুক।' দল নিয়ে সন্তুষ্ট কোচ চন্ডিকা হাতুরাসিংহেও, 'আমার পছন্দ হয়েছে দল। তবে আমার পছন্দ ছিল লেগ স্পিনার জুবায়ের হোসেন।' নির্বাচক প্যানেল তিন বাঁ হাতি স্পিনারের ওপর আস্থা রাখায় জায়গা হয়নি জুবায়েরের। স্কোয়াডের ৯ ক্রিকেটার এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, আল আমিন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও তাইজুল ইসলাম প্রথমবার বিশ্বকাপ খেলবেন এবার। তৃতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায় অধিনায়ক মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক। দুটি করে বিশ্বকাপ খেলার অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল।
আজ বিশ্বকাপ মিশন শুরু মাশরাফিদের। দেশের মাটিতে টাইগাররা অনুশীলন করবে মাত্র ১০ দিন। ২৪ জানুয়ারি দুই সপ্তাহের ক্যাম্প করতে মাশরাফিরা চলে যাবেন অস্ট্রেলিয়ায়। ব্রিসবেনে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে শুধু অনুশীলনই করবেন না ক্রিকেটাররা, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপকে সামনে রেখে অাঁটোসাঁটো প্রস্তুতিই নিচ্ছে টাইগাররা।
অনুশীলনে শুধু চূড়ান্ত স্কোয়াডের ক্রিকেটাররাই অংশ নিবেন না, প্রাথমিক স্কোয়াডে থাকা সব পেস বোলারই অংশ নিবেন ক্যাম্পে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে শফিউল ইসলাম সুহাশের নাম বলেছিলেন। পাঁচজনের সম্ভাব্য স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকায় জুবায়ের, ইমরুল কায়েশ, আবুল হাসান রাজুর থাকার সম্ভাবনা অনেক বেশি। অনুশীলনে এরা ছাড়াও মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেনদের দেখা যাবে ব্যাক আপ পেসার হিসেবে।
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আল আমিন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও তাইজুল ইসলাম