শনিবার আকরাম খান যখন দেখা করতে যান রুবেল হোসেনের সঙ্গে, তখন মানসিকভাবে বিধ্বস্ত মনে হয়েছিল জাতীয় দলের পেসারকে। তখনই সাবেক অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন রুবেলের পাশে থাকার। সাহস জুগিয়েছেন। কাল দুদিন কারাবাসের পর অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রুবেল। এর ফলে বিশ্বকাপ ক্রিকেট খেলতে আপাতত কোনো শঙ্কা থাকল না। আজই হয়তো বিশ্বকাপের প্রস্তুতিতে অংশ নিবেন। জাতীয় দলের সঙ্গে ২৪ জানুয়ারি আগাম প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়াও যাবেন এই পেসার। ১৪ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপেও খেলবেন।
১৩ ডিসেম্বর মডেল ও চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপী নারী নির্যাতনের মামলা করেন রুবেলের বিপক্ষে। এরপর থেকে দেশের মুখরোচক বিষয়ে পরিণত হয় বিষয়টি। যদিও অভিযোগটি বারবার অস্বীকার করেছেন রুবেল। তারপরও হ্যাপী একের পর এক রিট করেই গেছেন। তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন রুবেলকে। এরপর শুক্রবার ও শনিবার কারাগারে দিনযাপন করেন বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্যের অন্যতম ক্রিকেটার। গতকাল জামিন পান। জামিন পাওয়ার পর মিডিয়ার মুখোমুখিতে কিছু বলেননি এই ডান হাতি পেসার। তবে হাফ ছেড়ে বেঁচেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, 'রুবেল জামিন পাওয়ায় আমরা খুশি। সত্যি বলতে কি আমরা এখন অনেক বেশি নির্ভার। সে জামিন পাওয়ায় ক্রিকেট বোর্ডও স্বস্তিতে। হঠাৎ করে জেলে যাওয়ায় আমাদের বিকল্প পথে হাঁটার কথা ভাবতে হয়েছিল। এখন আমরা অনেক স্বস্তিতে।' শনিবার অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান স্পষ্ট করেই জানিয়েছিলেন, যদি আইনি কোনো ঝামেলা না থাকে তাহলে ক্রিকেট বোর্ড পাশে থাকবে রুবেলের। আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে রুবেলকে। আগে যেমন চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। এবার নির্দিষ্ট কোনো দিনের উল্লেখ নেই। তাতে একটু সন্দেহ থেকে যাচ্ছে। কিন্তু বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান তেমনটি ভাবছেন না, 'আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, তিন মাস জামিনে থাকবেন রুবেল। ফলে বিশ্বকাপ খেলায় কোনো বাঁধা থাকছে না।'
আকরাম বিসিবির প্রতিনিধি হয়ে রুবেলের পাশে দাঁড়াননি। পাশে দাঁড়িয়েছেন একজন সাবেক ক্রিকেটার হয়ে। তামিমের চাচা হয়ে। কাল জামিন পাওয়ার পর হাফ ছেড়ে বেঁচেছেন বিসিবি পরিচালক, 'আমাদের দেশের প্রায় ৫০ শতাংশ পেসারই ইনজুরিতে ভোগেন। আমার দৃষ্টিতে ফিট পেসারদের মধ্যে সবার উপরে রুবেল। ওর পারফরম্যান্স খারাপ নয়। পাওয়ার প্লেতে ভালো বোলিং করেছেন। সত্যি বলতে ওর জন্য চিন্তা হচ্ছিল। তবে আল্লাহ'র রহমতে সে জামিন পেয়েছে। আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর। জামিন পাওয়ায় বিশ্বকাপ পর্যন্ত ওর আর কোনো টেনশন কাজ করবে না। দলকে শতভাগ দিতে পারবেন রুবেল।' রুবেল জামিন পাওয়ায় স্বস্তিতে ক্রিকেট বোর্ড। স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। স্বস্তিতে রুবেল নিজেও। এখন শুধু বিশ্বকাপ মাতানোর অপেক্ষা।