মাইকেল ক্লার্ককে অধিনায়ক রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তবে ক্লার্কের পুরোপুরি সুস্থতার জন্য সময় সীমাও বেঁধে দিয়েছেন তারা। ২১ জানুয়ারির মধ্যে মাঠে ফিরতে হবে ক্লার্ককে। ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের। এই ম্যাচে খেলতে পারবেন ক্লার্ক। ২১ ফেব্রুয়ারি তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই কেবল বিশ্বকাপে খেলতে পারবেন তিনি। তা না হলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক জর্জ বেইলি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্টিং ইনজুরিতে পড়েন ক্লার্ক। প্রথমে চিকিৎসকরা ধারণা করছিলেন, ক্লার্কের ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে। কিন্তু অস্ত্রোপচার করার পর দ্রুতই সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি। তাই চূড়ান্ত দলে ক্লার্ককে রাখা হয়েছে। এ সম্পর্কের অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শ বলেন, 'মাইকেল ক্লার্ক বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, প্যাট কামিন্স, হ্যাভিয়ের ডোহার্টি, জেমস ফকনার, অ্যারোন ফিঞ্চ, ব্রাড হাডিন, জস হ্যাজলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।