ফিফা ব্যালন ডি'অর নিয়ে গত কয়েক মাসে বিতর্ক কম হয়নি। অনেকের মতেই, ফিফা ব্যালন ডি'অর এখন রাজনৈতিক পুরস্কারে রূপ নিয়েছে। এখানে পারফরম্যান্স কিংবা অর্জনের চেয়ে তারকাখ্যাতিকেই প্রাধান্য দেওয়া হয় বেশি। এই অভিযোগ খণ্ডনকারীরও অভাব নেই। এসব বিতর্ক নিয়েই আজ ফিফা ব্যালন ডি'অরের বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কে হবেন এবারের বিজয়ী? লিওনেল মেসি? ক্রিস্টিয়ানো রোনালদো? নাকি ম্যানুয়েল নিউয়ার? ফিফা ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন এই তিনজন। গত বছর শিরোপা জয়ের দিক দিয়ে সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার। তিনি বায়ার্ন মিউনিখের জার্সিতে জয় করেছেন জার্মান বুন্দেস লিগা এবং জার্মান কাপ। বিশ্বকাপে তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোবও জয় করেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গত বছর দারুণ সময় কেটেছে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এই তারকা অবশ্য আন্তর্জাতিক ফুটবলে দারুণ কিছু করতে পারেননি। পর্তুগাল গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছিল। তবে ক্লাব ফুটবলে দারুণ সময় কাটিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে জয় করেছেন লা ডেসিমা (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা)। জয় করেছেন ফিফা ক্লাব বিশ্ব কাপ, উয়েফা সুপার কাপ এবং কোপা দেল রেও। কেবল শিরোপার দিক দিয়েই নয়, এগিয়ে আছেন গোলের সংখ্যায়ও। ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৭ ম্যাচে করেছেন ৫১ গোল। তা ছাড়া জাতীয় দলের হয়ে করেছেন ৯ ম্যাচে ৫ গোল। চারবারের ফিফা বর্ষ সেরা বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গত মৌসুমে বিশ্বকাপে রানার্সআপ হওয়া ছাড়া তেমন কিছুই করতে পারেননি। বার্সেলোনায় তিনি ছিলেন একদমই ব্যর্থ। ৪৬ ম্যাচে ৪১ গোল করলেও ন্যু ক্যাম্পে কোনো শিরোপা জয় করতে পারেননি তিনি।