জানুয়ারি মাসেই বঙ্গবন্ধু কাপ ফুটবল হচ্ছে। তবে ১৬ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় এএফসি সভাশেষে দেশে ফেরার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের কাছে এ তথ্য দিয়েছেন। নতুন তারিখ অনুযায়ী বঙ্গবন্ধু কাপ ২৯ জানুয়ারি শুরু হওয়ার কথা। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাকা ও সিলেটে বঙ্গবন্ধু কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও তৃতীয় আসরে বাহরাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া অংশ নেবে। বাহরাইনের অনুরোধে মূলত টুর্নামেন্ট পেছানো হয়েছে। এ নিয়ে অবশ্য সিঙ্গাপুর ও থাইল্যান্ড আপত্তি তুললেও পরে তারা খেলতে রাজি হয়ে যায়। ১৯৯৬ ও ১৯৯৯ সালে দেশে দুবার বঙ্গবন্ধু কাপ আয়োজন হয়েছিল। এরপর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের দেখা মেলেনি। ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু কাপ বন্ধ হয়ে যায়। অবশ্য পাঁচ বছরে তৎকালীন বাফুফের কমিটি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারেনি। একবার শোনা গিয়েছিল নতুনভাবে আবার প্রেসিডেন্ট কাপের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু সাংগঠনিক ব্যর্থতার কারণে বিএনপির আমলে আন্তর্জাতিক টুর্নামেন্টের দেখা মেলেনি। কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর বার বার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু কাপের আয়োজন হবেই। না প্রথম চার বছর মেয়াদে তিনি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। প্রতিশ্রুতি আর বাস্তবায়ন করতে পারেননি। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় পাঁচ বছরে জাতির জনকের নামে টুর্নামেন্ট না হওয়াটা ছিল সত্যিই বিস্ময় ব্যাপার। কাজী সালাউদ্দিন অবশ্য বার বার যুক্তি দেখিয়েছেন বাফুফে প্রস্তুত থাকলেও পর্যাপ্ত ফান্ড না থাকাতে বঙ্গবন্ধু কাপ মাঠে নামানো সম্ভব হচ্ছে না। তার এ যুক্তিতে অনেকে দ্বিমত পোষণ করে বলেছেন, বঙ্গবন্ধু কাপে কোনো প্রতিষ্ঠান স্পন্সর করবে না তা বিশ্বাস করা যায় না। কেননা মোটা অংকের স্পন্সরে ঢাকায় ২০১১ সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। সেখানে আন্তরিকতা থাকলে অবশ্যই সাড়া পাওয়া যেত। যাক শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কাপে বড় অংকের স্পন্সর পাওয়া গেছে। চ্যানেল নাইন এ আসরে এক বছরের জন্য নয় পাঁচ বছরের জন্য স্পন্সর করতে সম্মত হয়েছে। এ অবস্থায়ও শঙ্কা জেগেছিল বঙ্গবন্ধু কাপ হবে কিনা। যাক অস্ট্রেলিয়া থেকে ফেরত আসার পর সালাউদ্দিন যে ঘোষণা দিয়েছেন তাতে বঙ্গবন্ধু কাপ নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়। ২৯ জানুয়ারি থেকে কাপের পর্দা উঠছে। কথা উঠেছে এতদিন পর বঙ্গবন্ধু কাপ জমবে বা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারবে কিনা। কেননা এমন সময় টুর্নামেন্ট হচ্ছে দেশে যখন রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত। ঢাকা ছাড়া সিলেটেও এ আসর অনুষ্ঠিত হবে। দু'জায়গাতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে। বাফুফে আশা করছে বঙ্গবন্ধু কাপ সুষুমভাবেই শেষ হবে। খেলা নিয়ে বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জমজমাটভাবে আয়োজন করে কাপ মাঠে নামানো যাবে। শুধু চ্যানেল নাইন নয় ফঙ্ চ্যানেলেও এবার বঙ্গবন্ধু কাপ সরাসরি সম্প্রচার হবে।
শিরোনাম
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
বঙ্গবন্ধু কাপ ফুটবল
পর্দা উঠছে ২৯ জানুয়ারি
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর