বাংলাদেশের নিরক্ষর শিশুদের পাশে দাঁড়াচ্ছেন বিশ্ববিখ্যাত ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি ও টেনিস তারকা যুক্তরাষ্ট্রে সেরেনা উইলিয়ামস। বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার নিরক্ষর শিশুদের স্কুলগামী করার জন্য জাতিসংঘের একটি প্রকল্পের প্রচারে অংশ নিয়েছেন এ দুই তারকা।
জাতিসংঘের এক হিসাব অনুযায়ী সারা বিশ্বের কোটি কোটি শিশু স্কুলে যাওয়ার সুযোগই পায় না। বঞ্চিত এসব শিশু শিক্ষার আলোয় নিয়ে আসার জন্য জাতিসংঘের নতুন এ উদ্যোগ। যেখানে প্রাথমিকভাবে বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার ৫ কোটি ৮০ লাখ শিশুকে নিয়ে কাজ করা হবে।
এখন প্রকল্পটির জন্য তহবিল গড়ার চেষ্টা করা হচ্ছে। আর এ কাজে জাতিসংঘকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও কাতার ফাউন্ডেশন 'রিচ আউট টু এশিয়া' নামক একটি সংস্থা। জাতিসংঘের নতুন এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেসি ও সেরেনা। এ জন্য দুই অঙ্গনের দুই তারকাকে নিয়ে একটি ভিডিও ক্লিপ তৈরি করেছে ইউনিসেফ।
যেখানে মেসিকে বার্সেলোনার গোলাপি ট্র্যাক স্যুটের ওপর 'ওয়ান ইন ইলেভেন' লেখা গেঞ্জি পরে বল নিয়ে অনুশীলন করছেন।