সুইস কিংবদন্তি রজার ফেদেরার গত অক্টোবরে জয় করেছিলেন সর্বশেষ শিরোপা। সুইস ইনডোর ফাইনালে তিনি ডেভিড গফিনকে হারিয়েছিলেন। গত বছর সবমিলিয়ে পাঁচটা শিরোপা জয় করেছিলেন রজার ফেদেরার। তবে চলতি বছর শুরুতেই শিরোপা জয় করলেন সুইস কিংবদন্তি। ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে তিনি কানাডার মিলস রাউনিচকে ৬-৪, ৬-৭ (২/৭), ৬-৪ গেমে হারিয়েছেন। এই নিয়ে ক্যারিয়ারে ৮৩টি এককের শিরোপা জিতলেন রজার ফেদেরার। সাবেক চেক তারকা আইভান লেন্ডলকে স্পর্শ করার জন্য আর মাত্র ১১টা শিরোপা প্রয়োজন রজার ফেদেরারের। ১০৯টি এককের শিরোপা জিতে সবার উপরে যুক্তরাষ্ট্রের জিমি কনোরস। লেন্ডল জয় করেছেন ৯৪টি। এরপরই আছেন রজার ফেদেরার। বছরের শুরুটা ভালোই করলেন সুইস এ কিংবদন্তি। দেখা যাক, এ বছর লেন্ডলকে স্পর্শ করতে পারেন কি না!