স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ অাফ্রিকার ৭ উইকেটে ২৩১ রান তাড়া করে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় তুল নেয় সফরকারীরা। মূলত ক্রিস গেইলের মাত্র ৪১ বলে ৯০ রানের সুবাদেই রেকর্ড রান তাড়া করে জয় পায় তারা। এ ম্যাচে জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ড্যারেন সামির দল।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ১১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫৬ বলে ১১৯ রান করেন তিনি। প্লেসিসের এই অভিষেক টোয়েন্টি২০ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৩১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তবে তাতেও শেষরক্ষা হয়নি স্বাগতিকদের।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ক্রিস গেইল। ৯ বাউন্ডারি আর ৭ ছক্কায় ৪১ বলে গেইল করেছেন ৯০ রান। মারলন স্যামুয়েলসের সঙ্গে ১৫২ রানের পার্টনারশিপ গড়েন গেইল। স্যামুয়েলস ৩৯ বলে ৬০ রান করেন। এ ছাড়া অধিনায়ক সামি ৭ বলে অপরাজিত ২০ রান করে দলের জয় নিশ্চিত করেন। ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০১৫/শরীফ