১৯৭৫ সাল থেকে শুরু করে প্রথম ৬টি বিশ্বকাপে খেলেছেন। এর মধ্যে ১৯৯২ সালে চ্যাম্পিয়ন পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি৷ ৪৩৭ রান করে সেবার তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। সব মিলিয়ে বিশ্বকাপে করেছেন মোট ১,০৮৩ রান। তাই বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে নিজেকে বাদ দিতে পারলেন না জাভেদ মিয়াঁদাদ। নিজের দেশ পাকিস্তান থেকে রেখেছেন আরও দু’জনকে। তবে ভারত থেকে নিয়েছেন শুধু শচীনকে।
সেরা একাদশে জায়গা পেয়েছেন সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজের ৫ জন। তবে সবথেকে বেশি চারবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার একজনকেও দলে রাখেননি মিয়াঁদাদ। দলে জায়গা হয়নি ইংল্যান্ডের কোন ক্রিকেটারেরও।
মিয়াঁদাদের সেরা একাদশ: শচীন, গ্রিনিজ, রিচার্ডস, মিয়াঁদাদ, লয়েড, ডি’ভিলিয়ার্স, ইমরান, কাদির, হেডলি, গার্নার, হোল্ডিং।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব