বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। ৪০ বছর বয়সী মিসবাহ নিজেই একথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন। শহিদ আফ্রিদির পর মিসবাই পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার যিনি বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মিসবাহ জানিয়েছেন, বিশ্বকাপ জিতে ওয়ানডে থেকে অবসর নিতে পারলে সেটা হবে আমার কাছে মধুর সমাপ্তি। তিনি বলেন, বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। তাই জিতেই শেষ করতে চাই। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন এ পাক ব্যাটসম্যান।
২০০২-এ পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় মিসবাহর। ১৫৩টি ওয়ানডে ম্যাচে ৪২.৮৭ গড়ে ৪৬৬৯ রান করেছেন তিনি। ৩৭টি অর্ধ শতরান রয়েছে তার। ২০১১-এ আফ্রিদির পর পাকিস্তানের অধিনায়ক হন মিসবাহ। ৭৮টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব