বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি২০ তে বিশ্ব সেরা অলরাউন্ডারের জায়গা দখল করেছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিনি এ অবস্থানে উঠে এসেছেন। এর আগে তিনি টেস্ট ও টি-২০ তে এক নম্বর অলরাউন্ডার হলেও আজ সোমবার ওয়ানডেতেও শীর্ষস্থান দখল করেছেন।
ওয়ানডে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। যেখানে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আঞ্জেলা ম্যাথুসের পয়েন্ট যথাক্রমে ৩৯৭ ও ৩৯৫।
গত ৭ ডিসেম্বর প্রকাশিত টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে ৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে আসেন সাকিব। সাকিবের পরেই আছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদি। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার নৈপুণ্যে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ টেস্ট অলরাউন্ডারের অবস্থানটা পুনরুদ্ধার করেন সাকিব। দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
প্রসঙ্গত, সাকিব বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি একইসঙ্গে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছেন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব