আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিসের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো। আর এ কারণে নির্বাচকদের এক হাত নিলেন দলের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব্ দেবেন অনভিজ্ঞ ২৩ বছর বয়সী জেসন হোল্ডার। সেই দলে আছেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে ওয়ানডে স্পেশালিস্ট পোলার্ড ও ব্রাভোকে দলে না রাখায় অসন্তুষ্ট বরাবর মাঠ কাঁপানো এ ব্যাটসম্যান।
রবিবার জোহানেসবার্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেইল বলেন, ‘এই দু’জন কিভাবে দল থেকে বাদ পড়ে? আমার কাছে এ দু’জনের বাদ পড়াটা প্রতিহিংসা বলে মনে হচ্ছে। এটা স্রেফ উপহাস, এমন উপহাস সত্যিকারভাইে দু:খজনক। সত্যিই এটা আমার কাছে উপহাস ছাড়া কিছু মনে হয়নি।’
তিনি বলেন, ‘পোলার্ড অথবা ব্রাভোকে ছাড়া আমাদের দল পূর্ণ শক্তির হতে পারে না। সুতরাং এটা সত্যিকারার্থেই আমাদের জন্য দু:খজনক।’
আগামী ১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ক্যারিবীয়রা।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব