এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। বিশ্বকাপ ক্রিকেটের পরপর পালন করবেন ৪১তম জন্মদিন। বয়স চল্লিশের উপর হলেও আহমেদ শেহজাদদের মতো তরুণ ক্রিকেটারদের সঙ্গে সমানতালে খেলে চলেছেন টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেট। এবার লাগাম টানছেন শর্টার ভার্সান ক্রিকেটে। বিশ্বকাপ ক্রিকেটের পর তিনি বিদায় জানাবেন ওয়ানডে ও টি-২০ ক্রিকেটকে। তবে টেস্ট খেলবেন। বিশ্বকাপের পরপর ওয়ানডে ও টি-২০ কে বিদায় জানানোর বিষয়টি অফিসিয়ালি স্বীকার করেছেন মিসবাহ, ‘সাত দিন আগে আমি পিসিবিকে জানিয়েছি ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটা সেরা সময়। তবে টেস্ট খেলা চালিয়ে যাব।’ বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খানও। গত ১৪-১৫ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলছেন। তবে কখনোই নিয়মিত ছিলেন না। নিয়মিত হয়েছেন অধিনায়ক হয়ে। ১৫৩ ওয়ানডেতে ৪২.৮৩ গড়ে রান করেছেন ৪৬৬৯। ৩৭টি হাফসেঞ্চুরি করলেও দেখা পাননি সেঞ্চুরি। বিশ্বকাপ খেলতে যাওয়া টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কের খুব সম্ভবত এমন রেকর্ড নেই। অবশ্য যারা শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে পরিচিত। এটা অবশ্য একটি রেকর্ডও। এত সংখ্যক ওয়ানডে খেলে সেঞ্চুরির দেখা না পাওয়া ক্রিকেটার একমাত্র মিসবাহ। ২০০২ সাল থেকে জাতীয় দলের হয়ে খেললেও বিশ্বকাপ খেলেছেন ২০১১ সালে। ৮ ম্যাচে ৪৯.৬০ গড়ে রান করেছিলেন ২৪৮। ওয়ানডে ও টি-২০ ক্রিকেট ছেড়ে দেওয়ার ব্যাখ্যায় বলেন, ‘আমি অনেকদিন ধরেই বিষয়টি ভাবছিলাম। আমার মনে হয়েছে তরুণদের সুযোগ দেওয়া উচিত। তাই বিশ্বকাপটাকেই বেছে নিলাম।’ পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, ‘পাকিস্তান দল যখন ফিক্সিং স্ক্যান্ডালে জর্জরিত, তখন সে দলটিকে এক সুতোয় বেঁধেছেন। আমি মনে করি পাকিস্তান ক্রিকেট দলের জন্য সে অনেক বড় প্রেরণাদায়ক একজন ক্রিকেটার।’ কিছুদিন আগে তারই সতীর্থ শহীদ আফ্রিদী জানিয়েছেন, বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন। শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনেও বিশ্বকাপের পর আর ওয়ানডে ক্রিকেট খেলবেন না বলে জানিয়েছেন। এখন তিন তারকার কাতারে নাম লেখালেন মিসবাহ উল হক।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
বিশ্বকাপের পর আর ওয়ানডে নয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর