এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। বিশ্বকাপ ক্রিকেটের পরপর পালন করবেন ৪১তম জন্মদিন। বয়স চল্লিশের উপর হলেও আহমেদ শেহজাদদের মতো তরুণ ক্রিকেটারদের সঙ্গে সমানতালে খেলে চলেছেন টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেট। এবার লাগাম টানছেন শর্টার ভার্সান ক্রিকেটে। বিশ্বকাপ ক্রিকেটের পর তিনি বিদায় জানাবেন ওয়ানডে ও টি-২০ ক্রিকেটকে। তবে টেস্ট খেলবেন। বিশ্বকাপের পরপর ওয়ানডে ও টি-২০ কে বিদায় জানানোর বিষয়টি অফিসিয়ালি স্বীকার করেছেন মিসবাহ, ‘সাত দিন আগে আমি পিসিবিকে জানিয়েছি ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটা সেরা সময়। তবে টেস্ট খেলা চালিয়ে যাব।’ বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খানও। গত ১৪-১৫ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলছেন। তবে কখনোই নিয়মিত ছিলেন না। নিয়মিত হয়েছেন অধিনায়ক হয়ে। ১৫৩ ওয়ানডেতে ৪২.৮৩ গড়ে রান করেছেন ৪৬৬৯। ৩৭টি হাফসেঞ্চুরি করলেও দেখা পাননি সেঞ্চুরি। বিশ্বকাপ খেলতে যাওয়া টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কের খুব সম্ভবত এমন রেকর্ড নেই। অবশ্য যারা শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে পরিচিত। এটা অবশ্য একটি রেকর্ডও। এত সংখ্যক ওয়ানডে খেলে সেঞ্চুরির দেখা না পাওয়া ক্রিকেটার একমাত্র মিসবাহ। ২০০২ সাল থেকে জাতীয় দলের হয়ে খেললেও বিশ্বকাপ খেলেছেন ২০১১ সালে। ৮ ম্যাচে ৪৯.৬০ গড়ে রান করেছিলেন ২৪৮। ওয়ানডে ও টি-২০ ক্রিকেট ছেড়ে দেওয়ার ব্যাখ্যায় বলেন, ‘আমি অনেকদিন ধরেই বিষয়টি ভাবছিলাম। আমার মনে হয়েছে তরুণদের সুযোগ দেওয়া উচিত। তাই বিশ্বকাপটাকেই বেছে নিলাম।’ পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, ‘পাকিস্তান দল যখন ফিক্সিং স্ক্যান্ডালে জর্জরিত, তখন সে দলটিকে এক সুতোয় বেঁধেছেন। আমি মনে করি পাকিস্তান ক্রিকেট দলের জন্য সে অনেক বড় প্রেরণাদায়ক একজন ক্রিকেটার।’ কিছুদিন আগে তারই সতীর্থ শহীদ আফ্রিদী জানিয়েছেন, বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন। শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনেও বিশ্বকাপের পর আর ওয়ানডে ক্রিকেট খেলবেন না বলে জানিয়েছেন। এখন তিন তারকার কাতারে নাম লেখালেন মিসবাহ উল হক।
শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে