প্রীতি হকি ম্যাচে বাংলাদেশ জাতীয় হকি দল হেরে গেছে। গতকাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের কাছে ১-৩ গোলে হেরে যায়। ঢাকার প্রাপ্ত খবরে বিজয়ী দলের গোলদাতার নাম জানা না গেলেও বাংলাদেশের একমাত্র গোলদাতার নাম উল্লেখ করা হয়েছে রোমান সরকারের। আজ মালয়েশিয়া 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। আগামীকালই ওয়ার্ল্ড হকি লিগ খেলতে বাংলাদেশ রওনা দেবে সিঙ্গাপুরে। এখানে কৃষ্ণদের লড়তে হবে জাপান, পোল্যান্ড ও মেক্সিকােদের বিপক্ষে। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক কৃষ্ণ বলে যান, গ্রুপে প্রতিটি দলই শক্তিশালী। তারপরও বাংলাদেশের লক্ষ্য থাকবে প্রতি ম্যাচে ভালো খেলা।