লিওনেল মেসিকে নিয়ে কত রকম গুজবই না রটেছে। বিশেষ করে স্পেনে বার্সাবিরোধী পত্রিকাগুলো প্রচার করছে, তিনি ন্যু ক্যাম্প ছেড়ে নতুন ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি মেসির বাবা নাকি চেলসি এবং ম্যানসিটির সঙ্গে সম্ভাব্য বেতন-ভাতা নিয়ে আলোচনা করছেন, এমন খবরও রটেছে। এমন একটা গুরুতর অভিযোগের জবাব কেবল লিওনেল মেসিই দিতে পারতেন। রবিবার গভীর রাতের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর জবাব দিলেন মেসি। 'মিথ্যা, এর সবই মিথ্যা।'