'আমি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হতে চাই। আরো ট্রফি জিততে চাই- আমার মায়ের জন্য, বাবার জন্য ও সন্তানের জন্য।' ব্যালন ডি'অর পুরস্কার জিতে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদো এ কথাই বললেন।
জুরিখের আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যয়ার। উপস্থাপক ঘোষণা করবেন ফিফা ব্যালন ডি'অর বিজয়ীর নাম। পিনপতন নীরবতা বিরাজ করছে হলরুমে। নীরবতা ভেঙে সাউন্ড সিস্টেমে উচ্চারিত হল ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। গোল করার পর যেমন উল্লাস করেন, তেমন উচ্ছ্বাস প্রকাশ করলেন পর্তুগিজ তারকা।
লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়ারকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার ও জীবনের তৃতীয়বারের মতো ফিফা ব্যালন ডি'অর পুরস্কার জিতলেন তিনি।
এই পুরস্কার জেতার পর রিয়াল মাদ্রিদ সুপারস্টার বলেন, 'আমি যেভাবে খেলছি ঠিক সেভাবেই খেলে যেতে চাই। আরো চেষ্টা করতে চাই। আরো ট্রফি জিততে চাই- আমার মায়ের জন্য, বাবার জন্য ও সন্তানের জন্য। আমি কখনোই চিন্তা করিনি, যে তৃতীয়বারের মতো আমি এই পুরস্কারটি জিতব। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হতে চাই আমি। এই ট্রফি জেতাটা সত্যিই অবিশ্বাস্য ও ইউনিক কিছু।'
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৫/আহমেদ