বিশ্বকাপের সেই দুর্দান্ত গোলের পিছু হেঁটে ফিফার বর্ষসেরা গোলের পুরস্কারটি হামেস রদ্রিগেজের হাতেই উঠল। নেদারল্যান্ডসের রবিন ফন পার্সি এবং আয়ারল্যান্ডের নারী ফুটবলার স্টেফানি রোচকে হারিয়ে ২০১৪ সালের ফিফা পুসকাস পুরস্কার জিতেছেন কলম্বিয়ার এই তারকা।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের রদ্রিগেজের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
সেরা গোলের পুরস্কার জিততে ৪২ শতাংশ ভোট পান রদ্রিগেজ। রোচ ৩৩ শতাংশ এবং পার্সি ১১ শতাংশ ভোট পান।
বর্ষসেরার পুরস্কার পেয়ে রদ্রিগেজ বলেন, 'আমার জন্য এবং কলম্বিয়ার সবার জন্য এটা বিশেষ একটা মুহূর্ত। আমার অসম্ভব ভালো লাগছে। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'
ব্রাজিল বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সতীর্থের হেড থেকে দেওয়া বল কাঁধের এক প্রান্ত দিয়ে নামিয়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুরন্ত ভলিতে গোলটি করেন রদ্রিগেজ। ওই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলের পুরস্কারও জেতেন তিনি।
তালিকায় থাকা ফন পার্সির গোলটিও বিশ্বকাপেই হয়। গ্রুপ পর্বে স্পেনের জালে উড়ন্ত হেডে ইকের কাসিয়াসের মাথার ওপর দিয়ে দুর্দান্ত গোলটা করেছিলেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পার্সি আর ২০১৩ সালের অক্টোবরে রোচ তার গোলটি করেন আয়ারল্যান্ডের নারী ফুটবল ক্লাব পিমাউন্ট ইউনাইটেডের হয়ে। সতীর্থের একটি ক্রস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের আলতো টোকায় বল কিছুটা উপরে তুলে বাঁ পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেছিলেন রোচ।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=-MelLI7yvSs
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৫/আহমেদ