আইসিসি একাদশ বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের চূড়ান্ত স্কোয়াডে অল রাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কিরণ পোলার্ডকে অর্ন্তভুক্ত না করায় দেশটির ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের সমালোচনা করেছেন ক্রিস গেইল। সিনিয়র ও অভিজ্ঞ এ দু' খেলোয়াড়ের বাদ দেওয়ার সিদ্ধান্তকে 'হাস্যকর' বলে অভিহিত করেছেন মারকুটে এই ব্যাটসম্যান। এমনকি ব্রাভো ও পোলার্ডকে না নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন গেইল। খবর ইন্ডিয়া টুডে'র
জেসন হোল্ডারকে অধিনায়ক ও মারলন স্যামুয়েলসকে সহ-অধিনায়ক করে গত রবিবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের লক্ষ্যে গঠিত প্যানেলের নেতৃত্বে ছিলেন দেশটির লেজেন্ডারী ক্রিকেটার ক্লাইভ লয়েড।
ব্রাভো ও পোলার্ডের বাদ দেওয়া প্রসঙ্গে ৩৫ বছর বয়সী গেইল বলেন, 'প্রকৃত অর্থেই মর্মাহত হয়েছি। হাস্যকর। সত্যি বলছি, এমন সিদ্ধান্ত আমাকে হতাশ করেছে। এ নিয়ে আমরা স্রেফ কথা বলতে পারি। আমাদের অনুভূতি ব্যক্ত করতে পারি যেমনটা আমি এই মুহূর্তে করছি। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এটা স্রেফ দুঃখজনক।'
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ২০১৫/শরীফ