অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ব্রিসবেন হিটকে হারিয়েছে মেলবোর্ন রেনেগেইডস। ম্যাচে মাত্র ১৩ রান দিয়ে চারটি উইকেট নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়া একটি রানআউট এবং একটি ক্যাচও নিয়েছেন তিনি। এর স্বীকৃতিস্বরূপ ম্যাচ সেরার পুরস্কারও পান সাকিব।
সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১৭.৩ ওভারে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় ব্রিসবেনের ইনিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায় সাকিবের দল মেলবোর্ন।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব বল হাতে পান ইনিংসের পঞ্চম ওভারে। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট নেন তিনি। তার বলের লাইন বুঝতে না পেলে স্টাম্প আউট হয়ে যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
পরের বলেই ড্রাইভ করতে দিয়ে জেসন ফ্লোরস বোল্ড হয়ে গেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে। হ্যাটট্রিক করতে না পারলও এই ওভারে মাত্র এক রানই দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরের ওভারে বল করতে এসে এসে ক্রিস লিনের ক্যাচ নিজেই ধরেন সাকিব।
নিজের তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলেও অসাধারণ ফিল্ডিংয়ে রানআউট করেন অ্যান্ড্রু ফ্লিনটফকে। ১৭তম ওভারে নিজের শেষ ওভারে বেন কাটিংকে বোল্ড করেন সাকিব। ১৮তম ওভারে ক্যাচ নিয়ে ব্রিসবেনের ইনিংস গুটিয়ে দিতে সাহায্য করেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক।
৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় মেলবোর্নও। ১৯ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা। কোনো রান করে আউট হন ম্যাথু ওয়েড। এরপর অ্যালেক্স ডুলান, বেন স্টোকস ও ক্যালাম ফার্গুসনের দ্রুত বিদায়ে উইকেটে আসেন সাকিব।
মাত্র ২ রান করে আপারকাট করতে দিয়ে থার্ডম্যানে ধরা পড়েন সাকিব। মেলবোর্নের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯ রান। ষষ্ঠ উইকেটে বেন রোহরের আর টম বিটনের অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি অবশ্য সহজেই জয় এনে দেয় মেলবোর্নকে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ২০১৫/শরীফ