অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধঘোষিত পাকিস্তানী অফ-স্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়িত হচ্ছে। চলতি মাসের ২৪ তারিখে ভারতের চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে তার সংশোধিত বোলিং অ্যাকশনের পুনরায় পরীক্ষা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির নির্দেশনা মেনেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবর দ্য হিন্দুর
এর আগে আজমল নিজের বোলিং অ্যাকশন ঠিক আছে কিনা তা যাচাইয়ের লক্ষ্যে ভারত নয়, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। তবে এখন দেশটির চেন্নাইয়ে পরীক্ষা দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই বলে তিনি জানিয়েছেন। আজমল বলেন, 'পিসিবি আমাকে জানিয়েছে যে আইসিসির নির্দেশনা অনুযায়ী আমাকে চেন্নাইয়ে পরীক্ষা দিতে হবে এবং ভারতে যাওয়ার ব্যাপারে আমার কোনো সমস্যা নেই।'
পরীক্ষায় উৎরাতে পারলে শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা এ ব্যাপারে পিসিবি তাকে কোনো ধরনের আভাস বা ইঙ্গিত দেয়নি বলে স্পষ্ট করে জানিয়েছেন আজমল। পাকিস্তান তার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছে। অবশ্য এর আগেই নিজেকে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড থেকে প্রত্যাহার করে নিয়েছেন আজমল।
এ বিষয়ে আজমল বলেন, 'এই মুহূর্তে আমি স্রেফ ২৪ তারিখের পরীক্ষা নিয়েই ভাবছি। আমি আত্মবিশ্বাসী যে এবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো এবং ফের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবো। '
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন অফ-স্পিনার আজমল।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ২০১৫/শরীফ