এশিয়ান কাপে নিজেদের শক্তিমত্তা গতবারই দেখিয়েছিল অস্ট্রেলিয়ানরা। ফাইনালে জাপানের কাছে হারলেও সকারুদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই গ্রহণ করেছে এশিয়ান ফুটবলের প্রতিনিধিরা। নিজেদের দেশে এশিয়ান কাপের আয়োজন করে অস্ট্রেলিয়া এবার শিরোপা রেখে দেওয়ার লক্ষ্যেই খেলে যাচ্ছে। ব্রাজিল বিশ্বকাপে তেমন একটা ভালো করতে না পারলেও এশিয়ার বিশ্বকাপে ঠিকই এগিয়ে চলেছে শিরোপার পথে। গতকাল এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সকারুরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ওমানকে। প্রথম ম্যাচে কুয়েতকে ৪-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টানা দুই জয়ে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে সকারুরা। গতকাল ওমানের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছেন ম্যাট ম্যাকাই, রবি ক্রুজ, মার্ক মিলিগান এবং টমি জুরিচ। চার জনেই একটি করে গোল করেছেন দলের পক্ষে। এমন বড় পরাজয়ে ওমান দুই ম্যাচ খেলেই বাড়ির পথ নিশ্চিত করেছে। এদিকে গতকাল এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়াও। এশিয়ান কাপের ফেবারিটরা ১-০ গোলে হারিয়েছে কুয়েতকে। দলের পক্ষে একমাত্র গোলটা করেছেন ন্যাম তায়ে হি। প্রথম ম্যাচে ওমানকেও ১-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়া। টানা দুই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কোরিয়ানরা।