ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট, ওয়ানডে, টি-২০ -তিন ফরম্যাটের ক্রিকেটেই আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব আল হাসান। দারুণ এই সুখবরটা মাঠে নামার আগেই পেয়েছিলেন। আর মাঠে নেমেই সাকিব দেখালেন তার ক্ষমতা। ব্যাটিংয়ে একটুখানি ম্লান থাকলেও বোলিংয়ে এবং ফিল্ডিংয়ে দেখালেন জাদু। আর সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে বিগব্যাশে ৫ উইকেটের দারুণ এক জয় পেয়ে মেলবোর্ন রেনিগেডস। বোলিংয়ে মাত্র ১৩ রানে ৪ উইকেট এবং ফিল্ডিংয়ে একটি রান আউট এবং দুইটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।
কাল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই প্যাটিনসনের তোপের মুখে পড়ে ব্রিসবেন হোবার্ট। প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন অসি বোলার। তবে একটুর জন্য হ্যাটট্রিকের সুযোগটা কাজে লাগাতে পারেননি। এরপর শুরু হয় সাকিবের ঘূর্ণি। বিশ্বসেরা অলরাউন্ডার একে একে ফিরিয়ে দেন প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে। আরেক স্পিনার ফাওয়াদ আহমেদও চেপে ধরেছিলেন ব্রিসবেনের ব্যাটসম্যানদের। তবে অসি স্পিনার মাত্র এক উইকেট পেলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ৭। বোলারদের দাপটে ব্রিসবেন ১৭.৩ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায়। কিন্তু ৮১ রানের ছোট্ট টার্গেট তাড়া করতে নেমেও বিপদে পড়ে গিয়েছিল মেলবোর্ন। ৩৯ রানেই ৫ উইকেটের পতন। সাকিব আল হাসান দুই রানের বেশি করতে পারেননি। তবে বেন রোহার ও টম বিটন ষষ্ঠ উইকেট জুটিতে ৪২ রান করে মেলবোর্নকে নিরাপদে পৌঁছে দেয়। সাকিবের সঙ্গে যেন ভাগ্যও ফিরেছে মেলবোর্নের।