এশিয়ান ট্যুর ২০১৪ সেরা গল্ফার নির্বাচিত হয়েছেন পশ্চিম বাংলার খেলোয়ার অনির্বাণ লাহিড়ী। সোমবার তিনি এশিয়ার সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন।
অনির্বাণ এবার দুটো খেতাব জিতেছেন। এশিয়ান ট্যুরের ২০১৪ সেরা গল্ফার নির্বাচিত হওয়ার পাশাপাশি মেরিটের বিচারেও দ্বিতীয় হয়েছেন তিনি।
এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত অনির্বান। তিনি বলেছেন, ‘এই পুরস্কার আমাকে আরও ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে।