নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। পরের ম্যাচে আফগানিস্তানকে হারালেও রীতিমতো ঘাম ঝড়িয়েছেন লঙ্কানরা। এরপরও শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনাল খেলা অনিশ্চিতই বলা যায়। ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে শ্রীলঙ্কা লড়বে বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচকে লঙ্কানরা বিশ্বকাপে টিকে থাকার লড়াই বলে চিহ্নিত করেছেন। শক্তির বিচারে ম্যাচে শ্রীলঙ্কা ফেবারিট। কিন্তু ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার অন্যতম সদস্য জয়সুরিয়া বলেন, ম্যাচ জেতাটা তার দলের জন্য কঠিন হবে। তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন আর দুর্বল দল নয়। তাছাড়া ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এমনিতেই উজ্জ্বীবিত। তারা চায়বে শ্রীলঙ্কাকে হারিয়ে অবস্থান আরও মজবুত করতে। জয়সুরিয়া বলেন, বিশ্বকাপে শ্রীলঙ্কার অতীত রেকর্ড যতই ভালো থাকুক না কেন এবারের দলকে কোনোভাবেই ফেবারিট বলা যাবে না। দুটো ম্যাচই ব্যাট-বলের নৈপুণ্য চোখে পড়ার মতো নয়। আফগানিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। অথচ এই দলের বিরুদ্ধে জিততে ৬ উইকেট হারাতে হয়েছে। বাংলাদেশে শুধু সাকিব নয়। ম্যাচ জেতার জন্য আরও ক'জন বড় ভূমিকা রাখতে পারেন। সুতরাং শ্রীলঙ্কাকে বুঝেশুনে খেলতে হবে। আমি বলব এই ম্যাচ হারলে শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালের আশা প্রায় শেষই হয়ে যাবে। শুধু ২৬ ফেব্রুয়ারি নয়। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলতে হলে বাকি ম্যাচগুলোও জিততে হবে। কাজটা খুবই কঠিন। কিন্তু ব্যাটে বলে দৃঢ়তা দেখালে অসম্ভবকেও সম্ভবে রূপ দেওয়া সম্ভব।