কুয়েত এখন থেকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশে আবাসিকভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা চালু করেছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইনের বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা এখন কুয়েতে প্রবেশের সময় সরাসরি বিমানবন্দরে ভিসা পাবেন। এর আগে এই ভ্রমণকারীদের কুয়েতে যাওয়ার আগে অনলাইনে ই-ভিসা নিতে হতো।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জিসিসি দেশগুলোর বৈধ রেসিডেন্স কার্ডধারী সকল যাত্রী (ইরাকি নাগরিক বাদে) বিমানবন্দরের ভিসা কাউন্টার থেকে তিন মাসের জন্য ট্যুরিস্ট ভিসা পাবেন। এটি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ অভিবাসন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যকর করা হবে।
তবে এই ভিসা অন অ্যারাইভাল পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। আগত যাত্রীকে অবশ্যই নির্দিষ্ট পেশার অন্তর্ভুক্ত হতে হবে—যেমন ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, বিচারক, পরামর্শক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, পাইলট, ফার্মাসিস্ট, কম্পিউটার প্রোগ্রামার, ব্যবসায়ী, কূটনৈতিক কোরের সদস্য, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক বা প্রতিনিধি কিংবা বিশ্ববিদ্যালয় স্নাতক। এছাড়া যাত্রীর পাসপোর্ট ও জিসিসি রেসিডেন্স পারমিট ভ্রমণের তারিখ থেকে অন্তত ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে। অস্থায়ী ভ্রমণ নথি গ্রহণযোগ্য নয় এবং কুয়েতের কালো তালিকায় থাকা যাবে না। যাত্রীর হাতে ফেরত টিকিট থাকতে হবে এবং বিমানবন্দরের ভিসা কাউন্টারে আবেদন করার সময় কুয়েতে অবস্থানের ঠিকানা নিবন্ধন করতে হবে।
এই নিয়ম কার্যকর হয়েছে। এর পাশাপাশি চলতি বছরের জুলাইয়ে কুয়েত একটি জাতীয় ই-ভিসা প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে পর্যটন, পারিবারিক, ব্যবসায়িক ও সরকারি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে আরও ঘোষণা আসে যে, খুব শিগগিরই জিসিসি’র ছয়টি দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত একটি যৌথ পর্যটন ভিসার আওতায় আসবে, যার মাধ্যমে এক ভিসায় সব সদস্যদেশ ভ্রমণ করা যাবে।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল