মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অস্থায়ী সেতুর ওপর পার্ক করা একটি ট্রলি লেকে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুসহ নাবালকও রয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অস্থায়ী সেতুর ওপর রাখা গাড়িটি লেকের মধ্যে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা ১০–১৫ জন পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু কাউকেই জীবিত উদ্ধার সম্ভব হয়নি। নিহত ১১ জনের মধ্যে নারী ছিলেন ৬ জন।
খান্ডোয়া পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে লেকটি প্রায় ৫০ ফুট গভীর হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় আট বছর বয়সী একটি মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সিদ্ধার্থ বহুগুণা জানান, আহত তিনজন মেয়েকে পাঞ্জানা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে তিনজনকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পি জুগতাওয়াট নিশ্চিত করেছেন যে, হাসপাতালগুলোতে অন্তত ১০ জনের মরদেহ পৌঁছেছে। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয় বাসিন্দা ফকির চাঁদ কুশওয়াহা বলেন, তিনি এবং অন্যরা লেক থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছেন এবং তিনজনকে জীবিত টেনে তুলেছেন। তার ধারণা, ট্রলিতে দুর্ঘটনার সময় অন্তত ৩০ থেকে ৩২ জন ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার পরপরই পুলিশ, চিকিৎসক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে লেক এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ডুবুরিরা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘোষণা করেছেন, নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেবী দুর্গার কাছে আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলোকে শক্তি দেওয়ার প্রার্থনা করছি।”
সোর্স: টাইমস অফ ইন্ডিয়া
বিডি প্রতিদিন/আশিক