ম্যাচ বাংলাদেশের!
মাঠে লড়ছিল ইংল্যান্ড ও শ্লীলঙ্কা। অথচ গতকাল বাংলাদেশে টিভিতে বসে যারা খেলা দেখছিলেন তাতে মনে হচ্ছিল ইংল্যান্ডের প্রতিপক্ষ যেন বাংলাদেশই। কারণও ছিল, ইংল্যান্ড হারলে টাইগারদের কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা জেগে উঠবে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিশাল টার্গেট পাড়ি দিয়ে ম্যাচ জিতেছে লঙ্কানরাই। এতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আনন্দ উচ্ছ্বাসে নেচেছেন।
সমস্যাটা কি?
বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভালো ব্যাটিং করার পর সাকিবকে কেন ৬ আর মুশফিককে ৭ নম্বরে নামানো হচ্ছে। এ প্রশ্ন ঢাকায় বিসিবি এক পরিচালককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। তবে সমস্যা যে আছে আমিও বুঝতে পারছি। কি সমস্যা তা তিনি খুলে বলেননি। কেউ কেউ অবশ্য বলছেন দু'জনকে আগে নামালে ওরা যদি ভালো খেলে তাহলে আবার একজন পরিচিত ক্রিকেটারের বাদ পড়ার সম্ভাবনা আছে। এটা বিসিবি চায় না বলে সাকিব ও মুশফিকের ব্যাটিং অর্ডার পরিবর্তন হচ্ছে না।
পচা শামুক
৫ মার্চ নেলসনে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের বিপক্ষে। দুর্বল প্রতিপক্ষ বলে অনেকে আশা করছেন এ ম্যাচে জয় পেয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাবে। কিন্তু জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার বললেন, এত নিশ্চিত হওয়া ভালো নয়। অনেক সময় পচা শামুকেও পা কেটে যায়। সুতরাং দল স্কটল্যান্ড হলেও সতর্ক হয়ে খেলতে হবে।
সেই শফিউল
৯ মার্চ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই খেলায় কি হবে এনিয়ে চিন্তার শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। একজন বললেন, এত চিন্তার কি আছে। এই ম্যাচে শফিউল ইসলাম সুহাশকে নামিয়ে দিলে চলবে। তার বীরত্বপূর্ণ ব্যাটিংয়েইতো ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে পরাজিত করেছিল বাংলাদেশ।