সব দলের অধিনায়ক আসেন। কিন্তু সে পথে হাঁটে না ভারত। অন্যদের চেয়ে একটু ভিন্ন পথে হাঁটতেই পছন্দ করে দেশটি! তাই ম্যাচের আগের দিন যেখানে অন্যান্য দলের অধিনায়ক আসেন, সেখানে সংবাদ সম্মেলনে অধিনায়ককে পাঠায় না ভারত। পাঠায় আগের ম্যাচের সেরাকে। সেই ধারায় কাল মিডিয়ার মুখোমুখি হন বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা রোহিত শর্মা। দুই দুটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত কাল সেমিফাইনাল নিয়ে কথা বলেন। বলেন, বাংলাদেশ ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং নিয়েও। তবে স্পষ্ট করেই জানিয়েছেন, ইয়ান গোল্ড ও আলিম দারের আম্পায়ারিং নিয়ে যে ঝড় বইছে বাংলাদেশে, তার বিন্দুমাত্র খোঁজখবর রাখেননি। রোহিত বলেন, আসলে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে তিনি ও দলের কেউ কিছু জানেন না। বিশেষ করে রুবেলের নো বল প্রসঙ্গে বলেন, কিছু সিদ্ধান্ত আছে যা আপনি মেনে নিতে পারেন আবার নাও পারেন। তবে মনে রাখতে হবে এগুলো ম্যাচেরই অংশ।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারত ম্যাচ নিয়ে যা হয়েছে, তা নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় বয়ে গেছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নের ওই সেরা চারে ওঠার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটবিশ্ব। ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন অন্য রকম একটি ম্যাচ দেখার। ২৫ ওভার পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল। ভারতীয় ইনিংসের অর্ধেক পর্যন্ত ম্যাচের আসনেই ছিলেন মাশরাফিরা (২৮ ওভারে, ১১৫/৩)। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের চালকের আসনে বসে পড়ে ভারত। দুহাত উজাড় করে সমর্থন দিয়ে যান আম্পায়ার দার ও গোল্ড। ম্যাচে আম্পায়ারদের আধিপত্য শুরু হয় ম্যাচে। ইনিংসের ৩৪ নম্বর ওভারে প্রথম ধাক্কা খায় টাইগাররা। ৩৩.২ ওভারে মাশরাফির ভিতরে ঢোকা বলে পরিষ্কারভাবে পরাস্ত হন সুরেশ রায়না। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ১৪৭ এবং রায়নার ১০ সে সময় মাশরাফির বল রায়নার প্যাডে আঘাত করে। লেগ বিফোরের আবেদন করেন টাইগার অধিনায়ক। কিন্তু আম্পায়ার গোল্ড সেটা নাকচ করে দেন। রিভিউ চান মাশরাফি। কিন্তু তৃতীয় আম্পায়ারও তা নাকচ করে দেন। অথচ ম্যাচ চলাকালীনই ব্রায়ান লারা স্পষ্ট করে বলেন, ‘রায়না পরিষ্কারভাবেই লেগ বিফোর ছিলেন।’ রায়না আরও ৫৫ রান যোগ করে ৬৫ রানে ফিরেন সাজঘরে।
এ গেল একটি। এরপর আরও দুবার আম্পায়ারের নগ্ন হস্তক্ষেপে অবাক হন ক্রিকেটবিশ্ব। ৩৯.৪ ওভারে রুবেল হোসেনের ফুলটস বলে পুল খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রোহিত তালুবন্দী হন ইমরুল কায়েশের। এবার আম্পায়ার বিমারের অভিযোগে ‘নো’ ডাকেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি কোমর সমান উচ্চতায় ছিল না। অথচ আম্পায়ার গোল্ড লেগ আম্পায়ার দারের সঙ্গেও কথা বলেননি। এমনকি তৃতীয় আম্পায়ারও ডাকেননি। এই দুই দুটি সিদ্ধান্ত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। মাহমুদুল্লাহর ক্যাচ আউটটাও ছিল বিতর্কিত। এসব পক্ষপাতিত্ব সিদ্ধান্তে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেস্তে যায়। বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়েন মাশরাফিরা। এই ন্যক্কারজনক আম্পায়ারিংয়ের নিন্দা জানিয়ে ক্ষোভের আগুনে জ্বলে ওঠে বাংলাদেশ। সেই ক্ষোভ থেকেই আজকের সেমিফাইনালে অধিকাংশ বাংলাদেশি সমর্থন দেবেন অস্ট্রেলিয়াকে। আম্পায়ারিং নিয়ে বাংলাদেশে যে তীব্র প্রতিবাদ হয়েছে এবং অনেকেই আইনি পথে হাঁটারও সিদ্ধান্ত নিয়েছেন, তার বিন্দুমাত্র জানেন না, বলেন রোহিত। তার এ বক্তব্যে শুধু বাংলাদেশ নয় বিদেশি সাংবাদিকরাও বিস্ময় প্রকাশ করেন।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিতর্কিত আম্পায়ারিং
নো বল নিয়ে মুখ খুললেন রোহিত
আসিফ ইকবাল সিডনি থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর