অস্ট্রেলিয়ার রাজনীতির মতোই ত্রি ধারায় বিভক্ত সে দেশের ক্রিকেট। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত থাকে সব সময়। তেমনি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণেও মরিয়া তিন রাজ্যের ক্রিকেটাররা। এমন অলিখিত প্রতিদ্বন্দ্বিতার পরও তারকা দ্যুতিতে সবাইকে ছাড়িয়ে নিউ সাউথ ওয়েলস। অস্ট্রেলিয়ান ক্রিকেটের কে খেলেননি এ রাজ্যের হয়ে? স্যার ডন ব্রাডম্যান, ভিক্টর ট্রাম্পার, রিচি বেনো, স্টিভ ওয়াহর মতো শত শত তারকা খেলেছেন। যাদের নাম শেষ করা যাবে না। নিউ সাউথ ওয়েলসের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে উঠার লড়াইয়ে আজ নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। দুই দলের জয়ী দল ২৯ মার্চ ফাইনালে প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ডের। দুই বিশ্বসেরার লড়াই এখন অস্ট্রেলিয়ার মূল টপিক্স। কিন্তু তারও উপরে আরেক টপিক্স জায়গা করে নিয়েছে। উইকেট। অস্ট্রেলিয়ান হার্ড ও বাউন্সি কন্ডিশনে এসসিজির উইকেটের আচরণ হবে স্পিন! ভাবা যায়! কিন্তু এটাই সত্যি।
সেমিফাইনালের লাইন আপ তৈরির পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড চাপ দিয়ে আসছিল। ধারনা করা হচ্ছে ভারতীয় চাপের কাছে শেষ পর্যন্ত নত স্বীকার করেছে আইসিসি। হার্ড ও বাউন্সি উইকেটের বদলে বানিয়ে দিয়েছে ব্যাটিংস্বর্গ। যেখানে ব্যাটসম্যানদের পাশে সুবিধা পাবেন স্পিনাররাও। স্পিনাররা সুবিধা পাবেন বলেই কাল অসি শিবিরে দেখা গেছে লিজেন্ড লেগ স্পিনার শেন ওয়ার্নকে। ওয়ার্নকে দেখা গেছে মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথদের টিপস দিতে! অথচ ওয়ার্ন দলের কোচিং স্টাফের সদস্য নন। তাহলে কেন দিচ্ছেন? টিপস দিচ্ছেন স্পিনের জন্য বিখ্যাত এসসিজির উইকেটে কীভাবে ভারতের ধীরলয়ের বোলারদের বিপক্ষে খেলবেন? উইকেট যে স্পিনারদের সহায়তা দিবে, কাল সংবাদ সম্মেলনে সরাসরি কিছু বলেননি অসি অধিনায়ক ক্লার্ক। শুধু জানিয়েছেন, উইকেট যেমনই হোক, জিততে হলে এক রান বেশি করতে হবে ভারতীয়দের থেকে। অন্যদিকে রোহিত জানিয়েছেন ইতিহাসের কথা, ‘এসসিজির ইতিহাস বলে, এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পান। কালও (আজ) হয়তো স্পিনাররা সেই সুবিধা পাবেন। অবশ্য আমাদের সিরিজ চলাকালীন আমরা দেখেছি এখানে স্পিনাররা সুবিধা পেয়েছেন।’ স্পিনাররা সুবিধা পাবেন বলেই ওয়ার্নকে টিপস দিতে দেখা গেছে স্বাগতিক ব্যাটসম্যানদের। অবশ্য উইকেট কেমন হবে কিউরেটর পিটার পার্কার কিছু বলতে রাজি হননি। তবে ম্যাচ কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকরা কালক্ষেপণ করেননি, আহমেদাবাদ কিংবা ওয়াংখেরদের উইকেট বলতে।
শিরোনাম
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
- বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
উইকেট ঘিরে বিতর্ক
ক্রীড়া প্রতিবেদক, সিডনি থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর