প্রায় দুই যুগ আগে ১৯৯২ সালে ফ্রান্সকে সর্বশেষ হারিয়েছিল ব্রাজিল (২-০)। রোমারিওরা তখন ব্রাজিলে ফিরিয়ে এনেছিলেন স্বর্ণযুগ। এরপরই ফরাসি আধিপত্যের যুগ শুরু হয় ফুটবলে। ১৯৯৮ সালের ফাইনালে তো রোনালদো-রিভালদোদের এক রকম উড়িয়ে দিয়েছিলেন জিদানরা। এরপরও বেশ কয়েকবার দেখা হয়েছে দুই দলের। প্রতিবারই পরাজয় স্বীকার করেছে ব্রাজিল। এই ধারায় গত বৃহস্পতিবার ছেদ টানলেন নেইমাররা। প্যারিসের স্টেডিয়াম দ্য ফ্রান্সে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে সিলেকাওরা।
দীর্ঘদিন পর ফরাসিদের হারানোর উপলক্ষ ছিলেন অস্কার (৪০), নেইমার (৫৭) এবং লুইজ গুস্তাভো (৬৯)। অবশ্য রাফায়েল ভারানের গোলে (২১) শুরুটা দারুণ করেছিল ফরাসিরা। ফ্রান্সকে দীর্ঘদিন পর হারিয়ে নেইমার বলেছেন, এটা প্রতিশোধের কোনো ব্যাপার ছিল না। সে যাই বলুন না কেন নেইমার, ব্রাজিলিয়ান ফুটবলের ভক্তরা ধরে নিতে পারে, এটা একটা প্রতিশোধই। এদিকে গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে রাদামেল ফ্যালকাওয়ের দুরন্ত ফুটবলে বাহরাইনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। ফ্যালকাও দুটি গোল করেছেন। তবে বৃহস্পতিবারের চমক ছিল ইরান। তারা ২-০ গোলে হারিয়ে দিয়েছে আসন্ন কোপা আমেরিকার আয়োজক চিলিকে! নিকোনাম এবং আমিরি গোল করেছেন ইরানের পক্ষে। কাতার ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়াকে। আইভরি কোস্ট ২-০ গোলে জয় পেয়েছে অ্যাঙ্গোলার বিপক্ষে।