আর মাত্র একদিন। এরপরই ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। কিন্তু কি হতে যাচ্ছে ফাইনালে! বার্সেলোনা কি পঞ্চম শিরোপা জিততে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে! নাকি জুভেন্টাস আরও একবার ইউরোপ সেরার মুকুট জিততে যাচ্ছে! সাবেক ডাচ তারকা ফন বাস্তেন একটা দারুণ কথা বলেছেন। মেসি আর ইনিয়েস্তাকে রুখতে পারলেই জুভেন্টাসের 'কেল্লা ফতে'। কিন্তু ওই দুরূহ কাজটা করবে কে শুনি! মেসিকে 'ম্যান মার্ক' করে আটকানো যায় না। এর প্রমাণ মেসি বহুবার দিয়েছেন। এইতো কিছুদিন আগেও একটা অসাধারণ গোল করে পুরো ফুটবল দুনিয়ায় হই চই ফেলে দিয়েছেন। তারপরও জুভেন্টাসের কোচ আল্লেগ্রি যদি কোনো উপায় বের করতে পারেন! যেমন সাধারণত জুভেন্টাস খেলে ৪-৩-১-২ ফরমেশনে। এই ফরমেশনের সুবিধা হলো যে কোনো সময়ে আক্রমণে যাওয়া যায় সহজে। আবার ডিফেন্স লাইনটাও থাকে ঠিকঠাক। তবে বার্সেলোনার মতো দলের বিপক্ষে 'অলআউট আক্রমণে' যাওয়া খুব সহজ কাজ হবে না। হিতে বিপরীতই হতে পারে। পাল্টা আক্রমণে বার্সেলোনার ত্রিফলার (মেসি-সুয়ারেজ-নেইমার) কাছে ধরাশায়ী হতে পারে জুভেন্টাস। বার্সেলোনাকে রুখবার উপায় একটাই। মেসি আর ইনিয়েস্তাকে রুখতে হবে। অর্থাৎ মেসির সাপ্লাই লাইন কেটে দিতে হবে। সেক্ষেত্রে কেবল ইনিয়েস্তা নয়, রাকিটিচ, জর্দি আলবা এবং দানি আলভেসের দিকেও নজর দিতে হবে চিয়েলি্লনিদের। মেসিকে বৃত্তবন্দী করা কিংবা ম্যান মার্কস করা সম্ভব হবে না। একমাত্র তার সাপ্লাই লাইন কাটতে পারলেই মেসিকে থামান যেতে পারে। ফন বাস্তেন যেমনটা বলছেন, 'জুভেন্টাস যদি মেসি আর ইনিয়েস্তাকে নিষ্ক্রিয় করতে পারে তবেই তারা সফল হতে পারে। বার্সেলোনার অন্যরাও ভালো। তবে এ দুজনের মতো ভয়ঙ্কর নয় কেউই।' দেখা যাক, ফন বাস্তেনের উপদেশ মেনে জুভেন্টাস মেসি আর ইনিয়েস্তাকে রুখতে পারে কি না!