আগামীকাল শনিবার জার্মানীর বার্লিনে উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে মুখোমুখি হবে স্প্যাপিশ জ্যায়ান্ট বার্সালোনা আর ইতালিয়ান জ্যায়ান্ট জুভেন্টাস। তবে এই দু'লের মধ্যে লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজের সমন্বয়ে গড়া বার্সেলোনাকে এগিয়ে রাখছেন সাবেক বিশ্বসেরা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।
টুইটারে সাবেক এই বার্সা তারকা লিখেছেন, ‘ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এগিয়ে বার্সেলোনা। আশা করি বার্সা তাদের পঞ্চমবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারবে।
২০০৫-০৬ সালে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছিল বার্সেলোনা। ওই জয়ের অন্যতম অবদান ছিল রোনালদিনহোর। ওই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্মৃতি এখনও অমলিন সাবেক ব্রাজিল তারকার। তাই তো রোনালদিনহো বলেছেন, ‘সেই ফাইনালের স্মৃতি এখনও মনে আছে। বার্সালোনা আমার চিরকাল হৃদয়ে থাকবে।'
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৫/মাহবুব