আগামীকাল শনিবার ফরাসি ওপেনের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও চেক তারকা লুসি সাফারোভা।
এরআগে, বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের তিমিয়া বাসিয়ানস্কিকে হারিয়ে ফাইনালে উঠেন সেরেনা উইলিয়ামস। ওইদিন শুরুটা অবশ্য মোটেও ভাল হয়নি সেরেনার। মার্কিন তারকাকে হতাশ করে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন বাসিনস্কি। তবে শেষ অবধি দুর্দান্তভাবেই কামব্যাক করে ৪-৬, ৬-৩, ৬-০ সেটে ম্যাচ জিতে নেন সেরেনা।
অন্যদিকে, অপর সেমিফাইনালে ইভানোভিচকে বিদায় করে দেন র্যাংকিংয়ের ১৩ নম্বরে থাকা সাফারোভা। রোলা গাঁরোয় সরাসরি সেটে ৭-৫, ৭-৫ ব্যবধানে জিতে স্বপ্নের ফাইনালে উঠেন এই চেক টেনিস তারকা।
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৫/মাহবুব