প্রতিনিয়ত দাপটের সঙ্গে ব্যাটিং করে ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে নিজের নামকে সুপ্রতিষ্ঠিত করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বর্তমানে এমন বোলার পাওয়া মুশকিল যে তার সামনে বল ছুঁড়তে ভয় পায় না। শুধু তাই নয়, প্রতিপক্ষের বোলারের আঘাতে যখন কম রানে দল অলআউট হওয়ার শঙ্কায় পড়ে তখন তার ব্যাট থাকে রান। এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তিনি। সেই ভিলিয়ার্স এক রাতেই জিতে নিয়েছেন পাঁচ ট্রফি।
এদিন, প্রথমে জিতে নিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। গত এক বছর দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে বর্ষসেরা পুরস্কার জিতে নেন ভিলিয়ার্স। এরআগে, দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায় এনটিনির টানা দু'বার এই পুরস্কার লাভ করেন।
বর্ষসেরার পুরস্কারের পাশাপাশি দলটির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন ভিলিয়ার্স। এ ছাড়া দর্শকদের ভোটে জিতেছেন এসএ প্লেয়ার্স প্লেয়ার অব দ্যা ইয়ার, এস এ ফ্যান্স প্লেয়ার অব দ্যা ইয়ার ও কেএফসির `সো গুড` পুরস্কার। অন্যদিকে, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দলটির টেস্ট অধিনায়ক হাশিম আমলা।
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৫/মাহবুব