অস্ট্রিয়ার সঙ্গে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ড্র করে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ থেকে বিদায় নিল আর্জেন্টিনার যুব ফুটবল দল। গ্রুপ বি'তে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে পানামা। আর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আর্জেন্টিনা। সমান সংখ্যাক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়া পয়েন্ট ৫।
এদিন, নিউজিল্যান্ডের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এরপর দ্বিতীয়ার্ধেও জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দলই। তাই পয়েন্ট ভাগভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে। আগের ম্যাচে পানামা অনূ্ধর্ব-২০ দলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তার আগে প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে ৩-২ গোলে হারে আর্জেন্টাইন যুবারা। ফলে কোনো জয়ের স্বাদ না পেয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিলো মেসি, ডি মারিয়া, আগুয়েরা ও হিগুয়েনদের উত্তরসূরিরা।
তবে, জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল এবং জার্মানি। ব্রাজিল হারিয়েছে হাঙ্গেরিকে আর জার্মানি হারায় উজবেকিস্তানকে। নেইমার জুনিয়ররা নিজেদের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারায়। এর আগে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে হারায় আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান যুবাদের ৩-০ গোলে হারায় জার্মান যুবারা। নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ৮-১ গোলের বড় ব্যবধানে জয় পায় ফিজির বিপক্ষে।
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৫/মাহবুব