আগামীকাল শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছেন স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। হাইভোল্টেজ এ ফাইনালে গোল করে বার্সাকে জেতাতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে এরই মাঝে সাম্বা নায়কের মন চলে গেছে চিলিতে। কারণ ১৪ জুন থেকে সেখানে শুরু হতে যাচ্ছে আরেকটি মেগা টুর্নামেন্ট 'কোপা আমেরিকা কাপ'। লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল যুদ্ধে দেশের জার্সি গায়ে মাঠে নামতে মরিয়া নেইমার। ওই টুর্নামেন্টে ব্রাজিলের অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। তাই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মনোসংযোগ করার পাশাপাশি কথা বলছেন কোপা নিয়েও।
ক্লাব ফুটবলে এরই মধ্যে বেশ কয়েকটা শিরোপা জিতেছেন নেইমার। জাতীয় দলের হয়েও তার সাফল্যের ভাণ্ডার একেবারে শূন্য নয়। দেশের হয়ে অর্জনের সেই ডালিতে এবার কোপা আমেরিকার শিরোপা যোগ করতে 'মরিয়া' ব্রাজিলের এই অধিনায়ক। ২০১১ সালে কোপা আমেরিকায় প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি নেইমার। সেবার ব্রাজিল ছিটকে পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে।
তাই এবার ভালো খেলে গতবারের ক্ষতি পুষিয়ে নিতে চান।
লাতিন আমেরিকার সেরা এই ফুটবল প্রতিযোগিতায় তুলনামূলক খুব একটা সাফল্য পায়নি ব্রাজিল। রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতলেও এখানে ব্রাজিল জিতেছে আটবার। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ১৪ বার এবং উরুগুয়ে সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৭ সালে শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার ব্যবধান ঘোচাতে চান নেইমার। দেশের মানুষকে দিতে চান শিরোপা জয়ের আনন্দ। তিনি বলেন, 'ব্যাপারটা এমন নয় যে, আমি অধিনায়ক হওয়ার মূল্য দিতে চাইছি। আমি জয় উপভোগ করি।'
অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দেশকে কোনো টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নেইমার। তাতে কোনো চাপে ভুগছেন কি না, এমন প্রশ্নের জবাবে বার্সেলোনার এই তারকা বলেন, 'কোনো চাপ নেই। আমি তাই করি, যা আমি ভালোবাসি।'
২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে নেইমারের ব্রাজিল শিরোপা স্বপ্ন দেখলেও সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়। বিশ্বসেরার ওই টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন নেইমার, কিন্তু শেষ আটের ম্যাচে চোট তাকে ছিটকে দেয়। এবার একটু মজা করেই নেইমার বলেন, 'কোপাতে আমাকে গোল করতেই হবে, না হলে ব্রাজিলের মানুষ আমাকে খুন করে ফেলবে।'
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৫/শরীফ