ক্যারিয়ারে প্রথমবারের মতো ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কা। স্থানীয় ফেভারিট জো উইলফ্রে সোঙ্গাকে ৬-৩, ৬-৭ [১-৭] ৭-৬ [৭-৩], ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেন তিনি। ফলে ১৯৮৮ সালের পর কোনো ফরাসি তারকা হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠার ফরাসিবাসী আশা পূরণ করতে পারলেন না সোঙ্গা। কোনো ফরাসি খেলোয়াড় হিসেবে ১৯৮৮ সালে টুর্নামেন্টের ফাইনার খেলেছিলেন লেকন্ত। খবর বিবিসির
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভাভরিঙ্কা ও সোঙ্গার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভাভরিঙ্কা প্রথম সেট ৬-৩ এ জিতে নিলেও দ্বিতীয় সেটে ঠিকই খেলায় ফেরেন সোঙ্গা। শেষ পর্যন্ত ট্রাই ব্রেকে সেটটি জিতে নেন ফরাসি এ তারকা। তৃতীয় সেটটি ট্রাই ব্রেক পর্যন্ত ছড়ায়। ট্রাই ব্রেকে সেটটি জিতে নেন ভাভরিঙ্কা। ফলে ম্যাচটি চতুর্থ সেট পর্যন্ত গড়ায়। শেষ অর্থাৎ চতুর্থ সেটটি অনেকটা সহজে জিতেন সুইস এ তারকা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন তিনি। ফাইনালে তিনি অ্যান্ডি মারে বা জোকোভিচের মুখোমুখি হবেন। তাদের মধ্যকার ম্যাচটি একটু পরই শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ৫ জুন ২০১৫/শরীফ