ছক্কা হাঁকিয়ে জয়- সেটাও কিনা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়টা নিছক কোনো এক ম্যাচে ‘জয়’ নয়, কোনো অঘটনও নয়, প্রত্যাশিত কোনো দৃশ্যের অবতারণাও নয়। সোজা কথায় ‘আত্মবিশ্বাসের বিস্ফোরণ’।
দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়ে খানেকটা বিপাকেই পড়েছিল টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচে তাই প্রোটিয়াদের উড়িয়ে দিলেন মাশরাফিরা। আত্মবিশ্বাসে টইটম্বুর এক জয়। ১৬২-রান বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বনিু স্কোর। এই জয় আসলে টাইগারদের ধারাবাহিকতার ফল। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ যে এখন প্রতিষ্ঠিত শক্তি হিসেবে জায়গা করে নিতে সক্ষম হয়েছে -তা নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। কেননা ২০১৪ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত জয়ীর তালিকা করলে দ্বিতীয় স্থানে থাকবেন মাশরাফিরা। শীর্ষে নিউজিল্যান্ড। এই সময়ের মধ্যে বাংলাদেশ মোট ১৪টি ওয়ানডে ম্যাচ জিতেছে (১৯ ম্যাচের মধ্যে)। নিউজিল্যান্ড জিতেছে ১৯টি। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো বাংলাদেশের পেছনে।
বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ থেকেই বদলে যায় বাংলাদেশ। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৫-০তে হারালেও পরিবর্তনটা চোখে পড়েনি তখনো। সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠাকেও অনেকে চমক হিসেবে দেখেছেন। কিন্তু পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর টনক নড়ে ক্রিকেট বিশ্বের। তারপর ভারত। এখন দক্ষিণ আফ্রিকা...এখনো সিরিজ জয় হয়নি। তবে টাইগারদের চোখে-মুখে যে আত্মবিশ্বাসের ছাপ, সেসঙ্গে সিরিজের শেষ ম্যাচটা হচ্ছে ‘লাকি’ ভেন্যু চট্টগ্রামে-সিরিজ জয়ের আশা করাটা মোটেও উচ্চভিলাষী ভাবনা হওয়ার কথা নয়।
কিছুদিন আগে জয় পেলেও খেলা দেখে মন ভরতো না সমর্থকদের। কিন্তু এখন টাইগারদের খেলার ধরন-ধারণে ব্যাপক পরিবর্তন। প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ করে খেলে টাইগাররা। ক্রিকেটারদের ভিতর সে কী আগ্রাসী ভাব! যেন প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ফেলবে। খেলার মাঠে এই ভাবটা থাকা খুবই জরুরি। কেননা শরীরী ভাষা দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করলে জয়টা অনেক সহজ হয়ে যায়।
বাংলাদেশের ক্রিকেটাররা এখন অনেক বেশি দায়িত্বশীল ও শৃঙ্খল। সবাই নিজের কাজটা বোঝেন। নিজের চেয়ে দলের সাফল্যই মুখ্য। সে কারণেই আসছে একের পর এক জয়। তবে শুনতে খারাপ লাগলেও সত্য যে, বাংলাদেশের ক্রিকেটাররা এতো বেশি শৃঙ্খলাপরায়ণ হয়েছে সাকিব আল হাসানকে শাস্তি দেওয়ার পরই। যদিও সেই শাস্তির ব্যাপার নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবে আখেরে লাভই হয়েছে দলের।
বাংলাদেশ দল এখন কম্পিলিট একটি ইউনিট হিসেবে মাঠে থাকে। ব্যক্তি ভাবনা যার যেমনই থাক না কেন, কিংবা পারস্পরিক মনমালিন্য থাকলেও মাঠে সবাই এক। আর পুরো দলকে এক ছাতার নিচে আনা সম্ভব হয়েছে কেবল মাশরাফির কারণেই। কী মাঠে, কী বাইরে -পারফেক্ট ক্যাপ্টেন। সব ক্রিকেটারের সঙ্গেই তার আন্তরিকতা। সবাইকে উদ্বুদ্ধ করেন আলাদা আলাদাভাবে। আর মাঠে ম্যাশের ক্যারিশমা সম্পর্কে তো কারও অজানা নেই। কখন কোন বোলারকে নিয়ে আসতে হবে, ফিল্ডিং কিভাবে সাজাতে হবে -সব কিছুতেই অনন্য মাশরাফি। যে দল এমন একজন ক্যাপ্টেনের দিক নির্দেশনায় চলে সে দলের পেছনে সাফল্য না ছুটে পারে!
শিরোনাম
- লেডি গাগাকে টার্গেট করে শিশু-কিশোর অপরাধচক্রের বোমা হামলার পরিকল্পনা
- জয়পুরহাটে ২ দফা দাবিতে আদালতের কর্মচারীদের কর্মবিরতি
- কোপাকাবানা সৈকতে গাগার কনসার্টে ২১ লাখ দর্শক
- ইতালি যেতে প্রতীক্ষায় ৫০ হাজার বাংলাদেশির ভাগ্য নির্ধারণ আজ
- সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২
- ম্যাক্সওয়েলের চোটে আইপিএলে সুযোগ বিধ্বংসী ওয়েনের
- মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের দাবিতে বায়রার মানববন্ধন
- সামাজিক নিঃসঙ্গতায় এআই হতে পারে সহচর, বিকল্প নয়: জাকারবার্গ
- গাজায় ক্ষুধায় মৃত্যু ঝুঁকিতে ৫ বছরের কম বয়সী সাড়ে ৩ হাজার শিশু
- উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত
- ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
- গোবিপ্রবিতে গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা
- যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা দিয়ে হত্যায় অভিযুক্তকে খুন!
- স্পেনের চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল ‘মাস্তুল’
- যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
- রাঙামাটিতে তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন
- যুবদল নেতা হত্যা : কক্সবাজারের সাবেক এমপি জাফর রিমান্ডে
- বাংলাদেশে চোখের চিকিৎসাব্যবস্থা আন্তর্জাতিক মানের
টাইগারদের বদলে যাওয়ার রহস্য
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর