বৃষ্টি হবে। শঙ্কা ষাট ভাগ। বৃষ্টি হবে না। সম্ভাবনা চল্লিশ ভাগ। আবহাওয়া রিপোর্টের দেওয়া বৃষ্টির এই শঙ্কা নিয়েই অপেক্ষায় আছেন মুশফিকরা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রভাতের আকাশ কী বার্তা নিয়ে আসবে আজ! ক্রিকেট মাঠে গড়াবে তো! নাকি আরও একবার বৃষ্টিই নিয়ন্ত্রণ করবে ম্যাচের গতিপথ! বিস্ময়মাখা এসব প্রশ্ন সত্ত্বেও দুই দল গতকালের অনুশীলনে নিজেদের শতভাগ প্রস্তুত রাখল। মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন ম্যাচের সম্ভাবনা নিয়ে। ব্যক্ত করে গেলেন টানা পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলার প্রত্যয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। গত আট-নয় মাস খেলেছে দারুণ ক্রিকেট। এতকিছুর পরও টেস্টের এক নম্বর দলের মুখোমুখি হচ্ছে টাইগাররা, এই সত্য এড়িয়ে যাওয়া সম্ভব নয় কারও পক্ষেই। এমনকি অধিনায়ক মুশফিকেরও নয়। যেমনটা তিনি বলে গেলেন গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে- 'ওদের বোলিং লাইনের দিকে তাকান। দেখবেন ওরা সবখানেই দারুণ করে। উপমহাদেশে হোক কিংবা অন্য কোথাও।' বিশ্বমানের এসব অভিজ্ঞ বোলারদের মুখোমুখি হওয়ার একটা রেসিপিও অবশ্য আছে বাংলাদেশ দলের। মুশফিক জানিয়েছেন, ওদের পরিকল্পনাকে কাউন্টার করার মতো হোম ওয়ার্ক আছে বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ছিলেন না ডেল স্টেইনসহ এমন আট জন যোগ হয়েছে টেস্টে। বাংলাদেশেও যোগ হয়েছেন ইমরুল, মুমিনুল ও তাইজুল। দুই দলের এই পরিবর্তন টেস্ট ক্রিকেটের মেজাজে কতটা বাড়তি প্রেরণা দিবে তা কেবল ময়দানি লড়াইয়েই প্রমাণ হতে পারে। ভক্তদের জন্য অবশ্য একটা আশার বাণী, আজ অভিষিক্ত হতে পারেন মুস্তাফিজুর রহমান। মুশফিক যেমনটা বলে গেলেন- 'পরিবেশটা মুস্তাফিজের জন্য দারুণ। এই কন্ডিশনে তার বোলিং দলের অনেক উপকারে আসবে। সে দলে থাকতে পারে। তবে এখনো আমরা দলটা ঠিক করিনি। সকালে (আজ) উইকেট দেখে দল ঠিক করব।' মুশফিকের এ বক্তব্যে মুস্তাফিজের অভিষেকের বিষয়টা অনেকটাই নিশ্চিত হয়ে গেল। সেক্ষেত্রে বাংলাদেশের ৭৮ নম্বর টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন এ বাঁহাতি পেসার। মুশফিক তো তাকে গতকালই শুভকামনা জানিয়ে দিলেন এভাবে- 'যদি মুস্তাফিজ খেলে তার জন্য শুভকামনা থাকবে।' দলটা এখনো ঠিক না করলেও মুশফিক জানিয়েছেন, চার জন বোলার খেলতে পারে। আবার সাতজন ব্যাটসম্যান নিয়েও দল সাজানোর কথা জানিয়েছেন তিনি। তবে উইকেটের পিছনে আজ মুশফিকের পরিবর্তে থাকতে পারেন লিটন। অধিনায়ক বলেছেন, 'টেস্টে টানা পাঁচদিন কিপিং করা আমার জন্য কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আজও লিটন থাকতে পারে। গত ম্যাচে সে দারুণ করেছে।' অস্ট্রেলিয়ার চেয়ে ১৯ রেটিং পয়েন্টে এগিয়ে থাকা টেস্টের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার (১৩০ রেটিং পয়েন্ট) মুখোমুখি বাংলাদেশ। ওয়ানডেতে এ দলটার বিপক্ষে সিরিজ জয়ের পরও টেস্ট নিয়ে প্রত্যাশার ক্ষেত্রে সবারই রয়েছে সতর্ক মনোভাব। মুশফিক যেমন বলে গেলেন, 'আমাদের লক্ষ্য হবে টানা পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলা। ফলাফল কি হবে পরে দেখা যাবে।' ভালো খেলার জন্য মুশফিক যেমন ব্যাটসম্যানদের জানিয়েছেন, খেলতে হবে লম্বা ইনিংস। টিকে থাকতে হবে দলের প্রয়োজনে। তেমনি বোলারদেরও জানিয়েছেন, একটা স্পেল খারাপ করলেও ফিরতে হবে পরের স্পেলে আরও দুর্দান্ত হিসেবে।
বাংলাদেশ গত কয়েকটা সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছে। ড্র করেছে পাকিস্তান ও ভারতের মতো দলের সঙ্গে। মুশফিক বলছেন, 'পাকিস্তানের সঙ্গে ড্রতে আমরা যেভাবে কামব্যাক করেছিলাম তা ছিল সত্যিই অসাধারণ।' পাকিস্তানের রানের পাহাড়ের নিচে চাপা পড়েও তামিমের ডাবল সেঞ্চুরি এবং ইমরুলের সেঞ্চুরি দলকে এক দারুণ ড্র উপহার দিয়েছিল। ভারতের বিপক্ষে ড্র ছিল অবশ্য বৃষ্টির কল্যাণে। তারপরও বাংলাদেশ যে টেস্ট ক্রিকেটেও সফল হতে পারে এর একটা ইঙ্গিত ছিল গত কয়েক মাসের ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভালো করার জন্য অবশ্য নিজেদের সর্বোচ্চমানের ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে। মুশফিক সেই আশাবাদই ব্যক্ত করলেন। বোলিংয়ে দুই ইনিংস আর ব্যাটিংয়ে দুই ইনিংস যদি ভালো করা সম্ভব হয়, দক্ষিণ আফ্রিকার মতো দলকেও তো কাবু করা সম্ভব! যদিও এ দলটার কাছেই গত আটটা ম্যাচের সাতটাতে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে এই দলটাকে হারাতে পারলে প্রথমবারের মতো এ দলটার বিপক্ষে টেস্ট ম্যাচ জয় করাও কি খুব অসম্ভব হবে!