জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এতে নতুন মুখ হিসেবে প্রাথমিক দলে ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। ১৪ ক্রিকেটারদের মধ্যে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্ত্রী উম্মে আহম্মেদ শিশির কন্যা সন্তানের জন্ম দেওয়ায় এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।
ইনজুরির কারণে দলে নেই ওপেনার সৌম্য সরকার ও পেসার রুবেল হোসেন। বাদ পড়েছেন ব্যাটসম্যান রনি তালুকদার ও স্পিনার সোহাগ গাজী।
ওয়ানডে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার ইমরুল কায়েস ও পেসার আল-আমিন হোসেন। তবে ওয়ানডে সিরিজে ভালো না করলেও দলে রয়েছেন লিটন দাশ। আগামী ১৩ ও ১৫ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ ম্যাচ দুটি হবে।
বাংলাদেশ টি-২০ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাশ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসাইন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয় এবং কামরুল ইসলাম রাব্বি।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ