অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন কিউই ব্যাটসম্যান রস টেলর। টেস্টে এটা তার দ্বিতীয় দ্বিশতক। ৭৯.৯২ স্ট্রাইক রেটে ২৫৪ বলে ৩১টি চারের মাধ্যমে ডাবল সেঞ্চুরি করেন তিনি। ক্যারিয়ারের ৬৬তম টেস্ট ম্যাচে এসে দ্বিতীয় দ্বিশতকের দেখা পান টেলর। টেস্টে এখন পর্যন্ত তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ২১৭।  আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এ নিয়ে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ১৩টিতে। আর হাফ সেঞ্চুরি ২৪টি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৫৫৯ রানের জবাবে কিউইরা তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪৫৪ রান সংগ্রহ করেছে। অজিদের চেয়ে তারা এখনো ১০৫ রানে পিছিয়ে আছে। পার্থ টেস্টের আজ তৃতীয় দিন। তৃতীয় দিনে এখনো কমপক্ষে ২১ ওভার খেলা বাকি আছে। সফরকারী কিউইদের আরেক ব্যাটসম্যান কেইন উইলিয়ামস ১৬৬ রান করেন।
অজিদের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ডাবল সেঞ্চুরি [২৫৩ রান] ও খাওয়াজা সেঞ্চুরি [১২১ রান] করেন।
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজে অজিরা এখন ১-০ তে এগিয়ে আছে। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট জিতে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        