পার্থ টেস্টে রস টেলরের ২৯০ রানের চমৎকার এক ইনিংসের উপর ভর করে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৫ রানের লিড নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। অজিদের প্রথম ইনিংসে করা ৫৫৯ রানের জবাবে কিউইরা সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৬২৪ রান সংগ্রহ করে। টেলরের ৩৭৪ বলে ২৯০ রান ও কেইন উইলিয়ামসনের ১৬৬ রানের উপর ভর করে এত বড় সংগ্রহ করতে সক্ষম হয় কিউইরা।  এছাড়া সফরকারীদের আর কেউ তেমন একটা রান করতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে কিউইদের প্রথম ইনিংসের ৪টি উইকেট নিয়েছেন মিশেল স্টার্ক। নাথান লিওন নিয়েছেন ৩টি উইকেট। আর ১টি করে উইকেট নিয়েছেন মিশেল জনসন, যশ হ্যাজলউড ও মিশেল  মার্শ।
পার্থ টেস্টের আজ চতুর্থ দিনের খেলা চলছে। এদিকে, অস্ট্রেলিয়া ৬৫ রানে পিছিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে। শেষ খবর পর্যন্ত ১ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে তারা। জে বার্নস কোনো রান না করেই টিম সাউদির বলে আউট হয়ে সাজঘরে ফিরেন।
এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি ও খাওয়াজার সেঞ্চুরির উপর ভর করে এ সংগ্রহ গড়তে সক্ষম হয় অজিরা। ওয়ার্নার করেন ২৫৩ রান ও খাওয়াজার সংগ্রহ ছিল ১২১ রান। ট্রেন্ট বোল্ট, হেনরি ও ব্রেসওয়েল ২টি করে উইকেট ও ক্রেইগ নেন ৩টি উইকেট।
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজে অজিরা এখন ১-০ তে এগিয়ে আছে। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট জিতে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        