বৃষ্টির কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বেঙ্গালুর টেস্টের তৃতীয় দিনের খেলা আজও বন্ধ আছে। আজ সকাল থেকেই সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতপরশু রাতে বৃষ্টি হওয়ায় গতকাল দ্বিতীয় দিনে একটি বলও খেলা হয়নি। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত বেঙ্গালুর টেস্টের প্রথম দিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে মাত্র ২১৪ রান সংগ্রহ করে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ধস নামিয়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তারা উভয়েই ৪টি করে উইকেট নিয়েছেন। প্রোটিয়াদের প্রথম ইনিংসের ২১৪ রানের জবাবে ভারত প্রথম দিনের খেলা তাদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। ১০ উইকেট হাতে রেখে প্রোটিয়াদের চেয়ে এখন তারা ১৩৪ রানে পিছিয়ে আছে। দুই ওপেনার মুরালি বিজয় ২৮ রান ও শিখর ধাওয়ান ৪৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ভারত। মোহালিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে জয় পায় ভারত।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        