শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্ণণ, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র৷ আন্তর্জাতিক আঙ্গিনায় এরা নিজেই এক একটা ব্র্যান্ড৷ তাদের ফ্যানের সংখ্যাও অসংখ্য৷ কিন্তু এরাও আর পাঁচজন সাধারণ মানুষের মতোই৷
সিলভার স্ক্রিনে নায়ক-নায়িকাদের দেখলে শচীন-কোহলিদের মনেও ঝড় ওঠে৷ জানেন কি টিম ইন্ডিয়ার স্টারেরা বলিউডের কোন তারকাদের অন্ধভক্ত? এই প্রতিবেদনে ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের তুলে ধরা হলো৷
শচীন টেন্ডুলকার:
শচীন টেন্ডুলকার পূজিত হয়েছেন দেশের প্রতিটি ক্রিকেট ফ্যানের ঘরে ঘরে৷ এখনও এই মাস্টার ব্লাস্টার মাঠে নামলে গ্যালারি শচীন…শচীন…শচীন শব্দব্রক্ষে গগণভেদী চিৎকারে মেতে ওঠে৷ এই শচীনের হৃদয়ই ‘ধক ধক’ করেছে মাধুরী দীক্ষিতের জন্য৷ মাধুরীর অন্ধভক্ত শচীন৷ এছাড়া অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চনের ফ্যান শচীন৷
সৌরভ গাঙ্গুলী:
দেশের অন্যতস সেরা অধিনায়ক সৌরভের নায়িকা প্রীতি বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে৷ ঐশ্বরিয়া রাই, রবীনা ট্যান্ডন, কারিনা কাপুর হয়ে দীপিকা পাড়ুকোন রয়েছে তার পছন্দের তালিকায়৷ শচীনের মতো সৌরভও অমিতাভের বড় ভক্ত৷ শাহরুখ খানের ছবিও দেখেন তিনি৷
বীরেন্দ্র সেহওয়াগ:
নায়িকা নির্বাচনের ক্ষেত্রে দ্বন্দ্বে থাকলেও অমিতাভ বচ্চন ও শাহরুখের নাম বলতে দু’বার ভাবেন না সেহওয়াগ৷ প্রাক্তন এই মারকুটে ওপেনার বলিউডি ছবি ভালোই দেখেন৷
ভিভিএস লক্ষ্ণণ:
কবজির মোচড়ে টেস্ট ক্রিকেটে নিজের জাত চিনিয়ে ছিলেন লক্ষ্ণণ৷ মিডল অর্ডারের সেরা নক্ষত্র নায়িকাদের সেভাবে পছন্দ না করলেও বলিউডের তিন খানের ছবি দেখতেই ভালোবাসেন তিনি৷
রাহুল দ্রাবিড়:
বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের পাতায় নাম থাকবে দ্রাবিড়ের৷ তার পছন্দের নায়িকার নাম শুনলে চমকে যাবেন৷ মনীশা কৈরালার বড় ভক্ত দ্রাবিড়৷ তবে হলিউডের নায়িকাদের মধ্যে জুলিয়া রবার্টসের বড় ফ্যান দ্রাবিড়৷ নায়কদের মধ্যে তার পছন্দের তালিকায় আমির খান ও টম ক্রুজ৷
যুবরাজ সিং:
মডেল ও অভিনেত্রী হ্যজেল কিচের সঙ্গে আংটি বদল করলেও ছ’ছক্কার মালিক যুবরাজ কিন্তু কাজলের বড় ফ্যান৷ তার চোখে রোম্যান্টিক জুটি বলতে শাহরুখ-কাজল৷
মহেন্দ্র সিং ধোনি:
দেশের সর্বকালের সফল অধিনায়কের সঙ্গে দীপিকা পাড়ুকোনের নাম জড়ালেও তার হৃদয় নিয়েছেন স্বাক্ষী৷ দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনির প্রিয় অভিনেত্রীর নাম জানা যায়নি৷ ধোনির পছন্দের তালিকায় ‘ওয়ান অ্যান্ড অনলি’ বিগ-বি৷
বিরাট কোহলি:
অনুষ্কা শর্মার সঙ্গে প্রেম করলেও এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট পছন্দ করেন অ্যাঞ্জেলিনা জোলি, পেনেলোপ ক্রুজকে৷ জনি ডেপ ও আমির খানের ছবিও পছন্দ করেন ‘চেজমাস্টার’
রোহিত শর্মা:
টিম ইন্ডিয়ার মারকুটে ওপেনার রোহিতও কারিনা কাপুরকে অত্যন্ত পছন্দ করেন৷ কারিনার পাশাপাশি মেগান ফক্স ও ব্লেক লাইভলিও রোহিতের মনে জায়গা করে নিয়েছে৷
রবিচন্দ্র অশ্বিন:
ধোনি-বিরাটের দলের সেরা সম্পদ অশ্বিন সেভাবে বলিউড বা হলিউডের ছবি দেখেন না৷ তার পছন্দ তামিল ছবি৷ কমেডিয়ান সান্থানামের ছবি দেখতে ভালোবাসেন অশ্বিন৷
বিডি প্রতিদিন/ ২২ মে, ২০১৬/ হিমেল- ০৯