আইপিএলে লিগ পর্যায়ের নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন। এই ম্যাচের জয় পরাজয়ের উপর নির্ভর করছে অনেক কিছু।
আজকের ম্যাচে সানরাইজার্স জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ খেলবে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও আরো একটি সুযোগ থাকবে তাদের সামনে। অন্যদিকে কলকাতা জিতে গেলে প্লে-অফ খেলার সুযোগ পাবে তারাও।
অবশ্য ১৬ এপ্রিল লিগ পর্যায়ে প্রথম সাক্ষাতে সানরােইজার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল কলকাতা। আজ অবশ্য ঘরের মাঠে খেলা। সেক্ষেত্রে আরো একটি জয় প্রত্যাশা করতেই পারে কেকেআর শিবির। অবশ্য ইনজুরির কারণে আজকের ম্যাচেও খেলতে পারবেন না ফর্মে থাকা আন্দ্রে রাসেল।
আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল অনুযায়ী ১৩ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ