আইপিএলের নবম আসরের লিগ পর্যায়ের খেলা শেষের পথে। ইতিমধ্যে চারটি দল লিগ পর্যায়ের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে।
আজ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সবগুলো দলের লিগ পর্যায়ের খেলা। এরপর কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ পর্যন্ত ১৪ ম্যাচের ৯টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। আর ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল পয়েন্ট টেবিল:
বিডি-প্রতিদিন/এস আহমেদ