আইপিএলের লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে রবিবার বিকেল সাড়ে চারটায় ইডেন গার্ডেনে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচটি মুস্তাফিজদের জন্য গুরুত্বপূর্ণ হলেও সাবিকদের জন্য বাঁচা-মরার লড়াই। সানরাইজার্স হায়দরাবাদ এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। আর আজকের ম্যাচে জিতলেই কলকাতা শেষ চারে যাওয়ার সুযোগ পাবে। হেরে গেলে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাবে সাকিব আল হাসানদের কলকাতার।
এর আগে নিজেদের প্রথম মুখোমুখিতে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছিল কলকাতা। এবার সানরাইজার্সের ভাগ্য পাল্টায় কি না তা দেখার বিষয়। এদিকে প্লে-অফ নিশ্চিত হলেও শেষ তিন ম্যাচে দুটিতেই হেরেছে মুস্তাফিজের দল। প্লে-অফের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ-ওয়ার্নাররা।
মুস্তাফিজদের হায়দরাবাদে একটি পরিবর্তন আনা হয়েছে। ইয়ান মরগানের পরিবর্তে এসেছেন কেন উইলিয়ামসন। কলকাতার একাদশে দুটি পরিবর্তন। মর্নে মরকলে ও পীযূষ চাওলার পরিবর্তে খেলছেন কলিন মুনরো ও কুলদ্বীপ যাদব।
বিডি-প্রতিদিন/এস আহমেদ