ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসরে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গতকাল রায়পুরে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারানোর পেছনেও প্রধান ভূমিকা পালন করেছেন কোহলি। তার অপরাজিত ৫৪ রানের উপর ভর করেই লো-স্কোরিং ম্যাচে দিল্লির বিপক্ষে এত বড় জয় পায় আরসিবি। গতকালের ম্যাচের মধ্য দিয়ে আইপিএলের চলমান আসরে ৯ শ' রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম কোনো এক আসরে উক্ত রান স্পর্শ করলেন কোনো ক্রিকেটার।
আইপিএলের চলমান নবম আসরে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে ২৭ বছর বয়সী কোহলির মোট রান ৯১৯। এর মধ্যে সেঞ্চুরি ৪টি ও হাফ সেঞ্চুরি ৬টি। টুর্নামেন্টের এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরিও এখন তার দখলে। এছাড়া এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। রান সংগ্রহের দিক দিয়ে তার ধারেকাছেও নেই কেউ। সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সংগৃহীত মোট রান ৬৫৮। আর কোহলির সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের মোট রান ৫৯৭।
এতদিন আইপিএলের এক আসরে সর্বোচ্চ রানের মালিক ছিলেন কোহলির সতীর্থ ক্রিস গেইল। ২০১২ সালে ১৫ ম্যাচ খেলে গেইল ৭৩৩ রান করেছিলেন যা কোহলি মাত্র ১২ ম্যাচ খেলেই অতিক্রম করে যান। মূলত কোহলির ব্যাটিং নৈপুণ্যের উপর ভর করেই গত ছয় ম্যাচে টানা জয় পেয়ে প্লেঅফে পৌঁছতে সক্ষম হয় আরসিবি। গত ৭ মের পর থেকে অার কোনো ম্যাচ হারেনি দলটি যার পেছনে বড় ভূমিকা রেখেছেন কোহলিই। অথচ টুর্নামেন্টের এক পর্যায়ে মনে হচ্ছিল বেশ বাজেভাবেই আসর থেকে বিদায় নিতে হবে তাদেরকে।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৬/শরীফ